আরতি – বিশদ পাঠ

Print Friendly, PDF & Email
আরতি – বিশদ পাঠ

আরতি একটি অতি তাৎপর্যপূর্ণ আচার যা ভজন, সৎসঙ্গ ও অন্যান্য সাই কর্মসূচীর শেষে পালন করা হয়। আরতির সুপ্রভাব আমাদের ওপর সম্পূর্ণভাবে তখনই পড়বে যখন আমরা আরতি সঙ্গীতের প্রত্যেকটি শব্দের সঠিক অর্থ ও তাৎপর্য বুঝে সেগুলি সঠিক উচ্চারণ সহকারে নিবেদন করব। পূর্বে Swami নিজেই তাঁর মন্দিরে আরতি করতেন এবং উপস্হিত সকল ভক্তের উদ্দেশ্যে সেই মঙ্গল শিখা তুলে ধরতেন। এই ভাবেই স্বয়ং ঈশ্বর আমাদের আরতির পদ্ধতি শিখিয়েছেন।

‘রেডিও সাই ভজন টিউটোরিয়াল’-এর একটি বিশেষ নিবেদন হল এর অন্তর্ভূক্ত ‘ভজন ক্লাসরুম’-এর মধ্যে ৬টি পর্ব জুড়ে থাকা এই আরতি সঙ্গীত, যার উদ্দেশ্যই হলো ভগবান শ্রীসত্য সাই বাবার আরতি সঙ্গীতের সঠিক শব্দ, সুর, অর্থ ও তাৎপর্য সম্পর্কে সকলকে অবগত করা।

আরতি টিউটোরিয়াল – প্রথম পর্ব

প্রথম পর্বে শ্রীসত্য সাই আরতি সঙ্গীতের প্রথম কয়েকটি লাইন-এর শব্দ, রাগ, স্বরলিপি ও ছন্দের পাশাপাশি তার অর্থ ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।

আরতি টিউটোরিয়াল – দ্বিতীয় পর্ব

আরতি আমরা কেন করব বা কিভাবে করব তা আমরা এই দ্বিতীয় পর্বে জানতে পারি। এটি আমাদের অনুপ্রেরণা জোগায় এই আরতি সঙ্গীতের শব্দের গভীরে অনুসন্ধান করে সেই সকল দৈব সত্য উদ্ঘাটন করে তার আস্বাদ গ্রহণ করতে।

আরতি টিউটোরিয়াল – তৃতীয় পর্ব

তৃতীয় পর্বে, শ্রীসত্য সাই আরতি সঙ্গীতের প্রথম স্তবক-এর (শশীবদনা…………) অন্তর্দৃষ্টিপূর্ণ মধুর বর্ণময় ব্যাখ্যা নিবেদন করা হয়েছে।

আরতি টিউটোরিয়াল – চতুর্থ পর্ব

এই পর্বে শ্রীসত্য সাই আরতি সঙ্গীতের দ্বিতীয় স্তবকটির ( মাতা পিতা গুরু…………) বিস্তারিত ব্যাখ্যা আমাদের মন ও চিত্তকে পরিশুদ্ধ করে।

আরতি টিউটোরিয়াল – পঞ্চম পর্ব

এই পর্বে, শ্রীসত্য সাই আরতি সঙ্গীতের শেষ স্তবকটির (ওঁকাররূপী………) অর্থ ও তাৎপর্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

আরতি টিউটোরিয়াল – ষষ্ঠ পর্ব

এই পর্বের আলোচ্য বিষয় হল শ্রীসত্য সাই আরতি সঙ্গীতের অন্তিম কয়েকটি লাইন (নারায়ণ নারায়ণ………)। বিশেষ করে “নারায়ণ” শব্দটির যে ব্যাখ্যা উপস্হাপন করা হয়েছে তা অত্যন্ত সুন্দর ও সুবিস্তৃত।

Audio Source :
http://dl.radiosai.org/RADIO_SAI_BHAJAN_CLASSROOM_348_ARATI_PART_01.mp3
http://dl.radiosai.org/RADIO_SAI_BHAJAN_CLASSROOM_349_ARATI_PART_02.mp3
http://dl.radiosai.org/RADIO_SAI_BHAJAN_CLASSROOM_350_ARATI_PART_03.mp3
http://dl.radiosai.org/RADIO_SAI_BHAJAN_CLASSROOM_351_ARATI_PART_04.mp3
http://dl.radiosai.org/RADIO_SAI_BHAJAN_CLASSROOM_352_ARATI_PART_05.mp3
http://dl.radiosai.org/RADIO_SAI_BHAJAN_CLASSROOM_353_ARATI_PART_06.mp3

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।