অলখনিরঞ্জন ভজন – কার্যক্রম

Print Friendly, PDF & Email
অলখনিরঞ্জন ভজন – কার্যক্রম

প্রয়োজনীয় জিনিসপত্র:

  1. চার্ট পেপার
  2. পেন্সিল অথবা মার্কার

মূল্যবোধ:

  1. কাজ করার সময় নামস্মরণ করতে হবে।
  2. একাগ্রতা

প্রস্তুতিমূলক প্রচেষ্টা:

  1. গুরু ভজনটির অর্থ ব্যাখ্যা করবেন এবং নামস্মরণের তাৎপর্য বলবেন।
  2. গুরু ধাঁধার কাগজটি চার্ট পেপারে আটকে দেবেন। অথবা গুরু নিজে বোর্ডে ধাঁধার ছবিটি এঁকে দেবেন।
  3. কাগজের মাঝখানে ভগবানের একটি ছবি আটকে দিতে হবে।

পদ্ধতি:

  1. গুরু একজন শিশুকে ডেকে অবিরাম “নারায়ণ” নাম স্মরণ করতে করতে পরবর্তী বৃত্তে যাবার রাস্তা আঁকতে বলবেন।
  2. দ্বিতীয় শিশুকে এই একই ভাবে নামস্মরণ করতে করতে তৃতীয় বৃত্তে যেতে বলবেন গুরু।
  3. এই ভাবে খেলা চলতে চলতে একদম কেন্দ্রে যে বৃত্তে “সত্য নারায়ণ” রয়েছেন সেখানে পৌঁছতে হবে।
  4. খেলা শেষে সবাই মিলে ভজনটি গাইবে।

উত্তর:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।