ধন্যহো ঈশ্বরাম্মা
কথা
- ধন্য হো ঈশ্বরাম্মা
- জগ কো দিয়ে জো লাল বাবা
- ধন্যহো ধন্যহো
- কলিযুগ মে অবতার লিয়ে
- সকল চরাচর কে ভগবান
- জগদোদ্ধারা সাই নারায়ণ
- ধন্যহো ধন্যহো
অর্থ
হে মঙ্গলময়ী মা ঈশ্বরাম্মা, আপনি মহিমান্বিত, ধন্য বর্তমান কলিযুগে আপনি পৃথিবীকে ‘পরমেশ্বর প্রভু সাই’ উপহার দিয়েছেন। প্রভু সাই সত্যি প্রভু নারায়ণ যিনি সর্বত্র বিরাজমান এবং মানবজাতিকে উদ্ধার করার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন।
ব্যাখ্যা
ধন্য হো ঈশ্বরাম্মা | হে মহিমান্বিত মা ঈশ্বরাম্মা, আশীর্বাদ ধন্য এমন একজন যাকে স্বয়ং ঈশ্বর সাই অবতার তার মানব শরীরের মা হিসেবে নির্বাচন করেছেন। |
---|---|
জগ কো দিয়ে জো লাল বাবা | মা ঈশ্বরাম্মা তোমার জয় হোক, ঈশ্বরাম্মা যিনি পৃথিবীকে আমাদের প্রিয় প্রভুকে উপহার দিয়েছেন, সেই প্রভু যাকে লক্ষ লক্ষ মানুষ ‘ সাইবাবা’ বলে ভালোবাসেন, পূজো করেন। |
ধন্যহো ধন্যহো | হে দিব্য মাতা তুমি ধন্য |
কলিযুগ মে অবতার লিয়ে | সেই নিরাকার ঈশ্বরের মহিমার জয় হোক, সেই ঈশ্বর যিনি এই কলিযুগে এক মানব শরীরকে বেছে নিয়ে তাকে দিব্য মহিমায় ভূষিত করেছেন এবং অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। |
সকল চরাচর কে ভগবান | হে প্রভু, আপনিই সেই পরম এক যিনি এই বিশ্ব ব্রহ্মান্ডের চলমান ও স্থির সবকিছুকে প্রাণ শক্তি দান করছেন ও পরিচালনা করছেন। |
জগদোদ্ধারা সাই নারায়ণ | হে নারায়ণ, আপনাকে বন্দনা করি, নারায়ণ যিনি মানবজাতিকে উদ্ধার করার জন্য সাইনারায়ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। |
ধন্যহো ধন্যহো | হে দিব্য মাতা তুমি ধন্য, হে মহিমান্বিত মাতা তুমি ধন্য |
রাগ: সিন্ধু ভৈরবী
শ্রুতি: ডি পঞ্চম
তাল: কাহারবা বা আদি তাল – ৮ মাত্রা
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01MAY14/Dhanyaho-Eswaramba-radiosai-bhajan-tutor.htm