বিচার ক্ষমতা

Print Friendly, PDF & Email
বিচার ক্ষমতা
উদ্দেশ্য:

এই খেলাটির উদ্দেশ্য হল শিশুমনে মুদ্রিত করে দেওয়া যে ঈশ্বর , মাতা -পিতা , গুরু এবং শিক্ষক সর্বদা তাদের ঠিক পথে চালনা করেন এবং সেই কারণে তাঁদের কথার বাধ্য হওয়া উচিত।

সম্পর্কিত মূল্যবোধগুলি:
  • স্মরণশক্তি
  • সতর্কতা
  • বিচার ক্ষমতা
প্রয়োজনীয় উপাদান :

কিছু লাগবে না

গুরুদের প্রস্তুতি :

প্রয়োজন নেই

কিভাবে খেলতে হবে
  1. শিশুরা লাইন করে দাঁড়াবে
  2. এবার গুরু তাদের জানাবেন যে খেলাটি হল কথা শুনে চলার খেলা।
  3. তিনি বুঝিয়ে দেবেন যে কেবল সেই কথাগুলি শুনে চলতে হবে যার আগে , ঈশ্বর / মা / বাবা / গুরু বা শিক্ষক বলেছেন— এই কথাটি থাকবে।
  4. গুরু বলবেন : ঈশ্বর বলেছেন– “করমর্দন কর”
  5. মা বলেছেন –“হাঁসতে” এই ধরণের কথাগুলি শুনে চলতে হবে।
  6. কিন্তু যদি গুরু শুধু বলেন -“বোস”, তাহলে শিশুরা সে কথা না শুনে দাঁড়িয়ে থাকবে।
গুরুদের জন্য :
  • যে আদেশগুলি দেওয়া হবে তা এমন হবে যাতে শিশুদের মধ্যে মূল্যবোধ তৈরী হয়।
  • কোন নঞর্থক আদেশ দেওয়া চলবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।