আস্তে চালাও, সুরক্ষিত পৌঁছোও

Print Friendly, PDF & Email

আস্তে চালাও, সুরক্ষিত পৌঁছোও

লক্ষ্য:

পেনসিল আর কয়েনের খেলাটি বেশ মজার যা প্রচুর শিক্ষনীয় অভিজ্ঞতার সুযোগ দেয় – ভারসাম্য, মাধ্যাকর্ষণ, সামঞ্জস্য আর স্থান সম্পর্কিত কল্পনা প্রসঙ্গে।

প্রাসঙ্গিক মূল্যবোধ:
  • মনোসংযোগ
  • ধৈর্য
  • অবিচলিত থাকা
  • সঙ্কল্প
  • Perseverance
  • সমস্যা সমাধান
  • Self-satisfaction
  • Sense of accomplishment
প্রয়োজনীয় সামগ্রী:
  1. দশটি এক টাকার কয়েন একই মাপের।
  2. একদিকে ভোঁতা পেনসিল।
  3. একটি বড় আলুর অর্ধেক।
  4. ট্রে।
  5. স্টপ ওয়াচ।
কিভাবে খেলবে
  1. গুরু বাচ্চাদের খেলাটি বোঝাবেন।
  2. প্রত্যেকটি বাচ্চা নিজ নিজ ট্রেতে অর্ধেক আলু রাখবে।
  3. প্রত্যেকটি বাচ্চা আলুর ভেতর পেনসিলের ছুঁচলো দিকটা ঢোকাবে (যা পেনসিল দানীর কাজ দেবে)।
  4. দশটা কয়েন একটার ওপরে একটা পেনসিলের ভোঁতা দিকের ওপরে বসাতে হবে।
  5. এটা করার সময় কয়েন যদি পড়ে যায় তাও বাচ্চাদের সুযোগ দিতে হবে প্রচেষ্টা চালাবার।
  6. গুরু সবাইকে এক সাথে চ্যালেঞ্জটা শুরু করতে বলবেন।
  7. যে নির্ধারিত সময়ের মধ্যে দশটি কয়েন বসানো শেষ করতে পারবে সে বিজয়ী ঘোষিত হবে।
গুরুর জন্য পরামর্শ:
  • কচ্ছপ ও খরগোশের গল্প।
  • রবার্ট ব্রুস আর মাকড়সার গল্প এবং অন্যান্য প্রাসঙ্গিক গল্প।
প্রাসঙ্গিক উক্তি বা প্রবচন:
  • তড়িঘড়ি করলেই সব পন্ড (Hurry spoils curry)
  • ধীর স্থির এবং অবিচল থাকলে জয় অবশ্যাম্ভাবী (Slow and steady wins the race)
  • অধিক ব্যস্ততা অপচয়ের কারণ (Haste makes waste)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: