ঈশ্বরাম্বাসুতঃ

Print Friendly, PDF & Email
ঈশ্বরাম্বাসুতঃ
অডিও
কথা
  • ঈশ্বরাম্বাসুতঃ শ্ৰীমন্
  • পূর্বাসন্ধ্যা প্রবর্ততে। |
  • উত্তিষ্ঠ সত্যসাইশা,
  • কর্তব্যং দৈবাহ্নিকম্।।.
অর্থ

হে ঈশ্বরাম্বার সুত, হে অত্যুজ্জ্বল মহিমময় প্রভু!
পূর্বদিগন্তে উষা প্রতীয়মান।
প্রত্যহের যে দিব্যকর্ম সম্পাদনের ভার তুমি গ্রহণ করেছে, তা পূর্ণ করতে হবে।
তাই বলি—জাগো হে ভগবান সত্য সাই।

ব্যাখ্যা
ঈশ্বরাম্বা মা ঈশ্বরাম্বা
সুত পুত্র
শ্রীমন প্রভাময়
পূর্ব পূর্ব দিক
সন্ধ্যা দিবস এবং রাত্রির সন্ধিক্ষণ
প্রবর্ততে প্রকাশিত হচ্ছে
উত্তিষ্ঠ উত্থিত হও
সত্য সাইশা হে প্রভু সত্য সাই
কর্তব্যম করণীয় কাজ
দৈব দিব্য
আহ্নিকম রোজকার কাজ
অন্তর্নিহিত তাৎপর্য্য

পরম ধাম:বেদান্ত ঘোষণা করে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো জন্ম-মৃত্যুর আবর্ত হতে মুক্তি লাভ করা অর্থাৎ মোক্ষ প্রাপ্তি। জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞতা– ভুল বোঝা, ভুল চিন্তা এবং ভুল কর্ম বন্ধন এবং দুর্দশার কারণ। শিক্ষা এবং জ্ঞান আমাদের মুক্তি এবং আনন্দের সন্ধান দেয়। .

জ্ঞান-বিজ্ঞান :জ্ঞান অর্থাৎ গুরুর চরণে বসে যা অধীত হয়। যা শ্রবণ করা হয় এবং অনুশীলনের দ্বারা আত্মস্থ করলে তা বিজ্ঞানে বা বিশেষ জ্ঞানে রূপান্তরিত হয় ।প্রত্যহ সুপ্রভাতমের আন্তর তাৎপর্য মাথায় রেখে সুপ্রভাতম পাঠ করলে ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়। সারাদিন দিব্য শক্তির সাথে নিজেকে যুক্ত রাখা যায়।

শ্রী সত্য সাই সুপ্রভাতম – অন্তর তাৎপর্য

আমরা যখন ভোরে সুপ্রভাত মন্ত্র পাঠ করি তখন আমাদের উপলব্ধি করতে হবে যে সত্য সাই ভগবান আমাদের অন্তরে অধিষ্ঠিত আছেন।

তিনি আমাদের হাত পা চোখ কান ইত্যাদি দিয়ে সকল কাজ করবেন, আমাদের কাজ এমন হতে হবে যেন তিনি তা করতে পারেন। প্রতিবার আমরা যখন কোন কাজ করতে যাব তখন ভাবতে হবে আমি যে কাজ করতে যাচ্ছি তা কি প্রভু সাই আমার হয়ে করতে পারেন? আমি যা চিন্তা করছি, তা কি তিনি চিন্তা করতে পারেন? আমি যা দেখছি, তা কি তিনি দেখতে পারেন? আমি যা শুনছি, তা কি তিনি শুনতে পারেন? আমি যা খাচ্ছি তা কি তিনি খেতে পারেন? তাহলে আমরা আর খারাপ কিছু করতে পারবোনা।

প্রতিদিন ভোরে সুপ্রভাতাম মন্ত্র পাঠ করার মধ্য দিয়ে আমাদের অন্তরে শ্রী সত্য সাই বাবার অবস্থানের কথা মনে করিয়ে দেওয়া হয়, ঈশ্বরাম্বাসুত বলতে আমাদের সকলকে বোঝায়। আমরা সকলেই অমৃতের সন্তান – ঈশ্বরের সন্তান। পুত্তাপর্তি হলো আমাদের দেহ। যে ভক্তগন সাগ্রহে অপেক্ষা করছে সেগুলো হলো আমাদের ইন্দ্রিয়।ফল, পুষ্প, নৈবেদ্য হলো আমাদের কর্ম। সীতার মত পবিত্র নারী হলো আমাদের প্রত্যেকের ভিতরকার নারী ভাব বা শক্তি বা ইচ্ছা শক্তি, শক্তি বিচার শক্তি, বাক শক্তি ।শক্তি হলো নারী ভাব। এইভাবে যদি আমরা আমাদের অন্তরের প্রভুকে জাগরিত করি অর্থাৎ আমাদের অন্তরের শ্রী সত্য সাই বাবার উপস্থিতি উপলব্ধি করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা জ্ঞান-বিজ্ঞান, সুজ্ঞান ও প্রজ্ঞান দিয়ে শোভিত তার প্রশান্তির আলয়ে পৌঁছাতে পারবো। এই হল সুপ্রভাতম মন্ত্রের তাৎপর্য।

This is the message of the Suprabhatam.

[Source: Sri Sathya Sai Balvikas Primer II – For Group II – Sri Sathya Sai Books & Publications Trust]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।