গোবিন্দ কৃষ্ণ বিঠ্ঠলে – কার্যক্রম

Print Friendly, PDF & Email
কার্যক্রম :শিল্প ও নৈপুণ্য — পুরোন খবরের কাগজ দিয়ে কৃষ্ণের বাঁশী তৈরী করা

প্রয়োজনীয় জিনিসপত্রঃ
  • ১০টি খবরের কাগজের পাতা
  • লাইনিং কাপড়/ কাগজ
  • সোনালী সুতো
  • ছুঁচ সুতো, পুঁতি
  • থার্মোকল
  • স্কেল, পেন্সিল ও আঠা
পদ্ধতিঃ
  1. পাঁচটি খবরের কাগজের পাতা নিয়ে একটির ওপর একটি রাখতে হবে।
  2. এখন মাঝখান থেকে ভাঁজ করে বাইরের দিক্ থেকে ভিতরের দিকে গোটাতে হবে।
  3. গোটানো অংশটি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
  4. কাগজের বাঁশীটি ৩৬ সেমি লম্বা হবে। স্কেল ও পেন্সিল নিয়ে ৮সেমি, ১১সেমি, ১৪সেমি এবং ১৮সেমি মেপে বৃত্ত তৈরী করতে হবে।
  5. একটি ছুরি নিয়ে সাবধানে [বড়দের তত্ত্বাবধানে] ধীরে ধীরে বৃত্ত গুলি কাটতে হবে। পিছনের দিকটি কাটা চলবে না।
  6. পেন্সিলটি ঢুকিয়ে ঐ অর্ধেক কাটা বৃত্ত গুলি বড় করে দিতে হবে।
  7. যে যে জায়গায় বৃত্ত গুলি রয়েছে সেই জায়গাগুলি মেপে আগে থেকেই ঐরকম ভাবে কাপড়টিও কেটে নিতে হবে এবং বাঁশীর দৈর্ঘ্য অনুযায়ী বাঁশীটির গায়ে কাপড়টি আটকে দিতে হবে।
  8. আরো শোভনীয় করে তোলার জন্য বাঁশীটির ধারে ছুঁচ সুতোর সাহায্যে আর একটি সুন্দর কাপড় ঝুলিয়ে তাতে থার্মোকলের বল ও পুঁতি ঝুলিয়ে দিতে হবে।
  9. বাঁশীটির একটি ধার থেকে মাঝখান পর্যন্ত লাইনিং কাপড়/লেস লাগানো যেতে পারে।
  10. লাইনিং কাপড়/লেসের ওপর দিয়ে টাস্সেল জড়িয়ে বাঁশীটির অন্য প্রান্তে বাঁধতে হবে।।
  11. এবার সোনালী সুতোটি দিয়ে বৃত্তাকার জায়গা গুলিতে আটকে দিতে হবে।
    বাঁশী তৈরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।