হিন্দু ধর্

Print Friendly, PDF & Email
হিন্দু ধর্মের প্রধান প্রধান নীতিঃ
  1. ঈশ্বর প্রত্যেকের মধ্যে আত্মারূপে বিরাজমান(দিব্যাত্মাস্বরূপ)
  2. আত্মা সকল জীবকে ঈশ্বরের (ব্রহ্ম) সঙ্গে যুক্ত করে।
  3. ঈশ্বর সর্বত্র এবং সর্বজীবে বর্তমান।
  4. সুখ এবং দুঃখ আমাদের দ্বারাই সৃষ্ট; কার্য-কারণ সম্পর্ক অর্থ্যাৎ কর্ম,কার্য ও কারণ নীতিতে বিশ্বাস
  5. পুণর্জন্মবাদে বিশ্বাস, যেটি হল কর্মবাদের অনুসিদ্ধান্ত।
  6. যুগে যুগে অবতারের আবির্ভাব হয় যারা বিপথগামী মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করেন। (অবতারবাদ)
  7. সকল পথই ঈশ্বরাভিমুখী।
  8. ঈশ্বর উপলব্ধিই মনুষ্যজন্মের একমাত্র লক্ষ্য। (চারটি পুরুষার্থ- ধর্ম, অর্থ, কাম, মোক্ষ)
  9. ধর্ম এই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে।
গায়ত্রী মন্ত্র জপ করার গুরুত্ব

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: