ইসলাম

Print Friendly, PDF & Email
ইসলাম ধর্ম- প্রধান প্রধান নীতি

‘বিশ্বাসের পাঁচটি স্তম্ভ’ এই শিরোনামে ইসলামের সকল অনুশীলনগুলি বর্ণিত আছে।

  1. একজনই ঈশ্বর আছেন। তিনি হলেন ‘আল্লাহ্‌’, মুহম্মদ তাঁরই দূত।
  2. প্রার্থনা (নমাজ) করা প্রতিটি মুসলমানের কর্তব্য। দিনে পাঁচবার নমাজ অবশ্যই পড়তে হবে।
  3. রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত্য উপবাস করা প্রত্যেকের কর্তব্য।
  4. ‘জাকাত’ (দান করা) একটি ধর্মীয় রীতি যা অবশ্যই পালন করা উচিত।
  5. সম্ভব হলে সারাজীবনে অন্তত একবার ‘হজ’ করতে যাওয়া উচিত।

[শ্রী সত্য সাই বালবিকাশ প্রাইমার–২, বই থেকে গৃহীত।]

গুরুদের জ্ঞাতব্যঃ এই বিষয়ের উপর ক্লাশ নেওয়ার সময় ‘সর্ব ধর্ম ঐক্য’ এই বিষয়টির সাহায্য নেওয়া যেতে পারে।

ইসলামিক প্রার্থনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।