ইসলাম
ইসলাম ধর্ম- প্রধান প্রধান নীতি
‘বিশ্বাসের পাঁচটি স্তম্ভ’ এই শিরোনামে ইসলামের সকল অনুশীলনগুলি বর্ণিত আছে।
- একজনই ঈশ্বর আছেন। তিনি হলেন ‘আল্লাহ্’, মুহম্মদ তাঁরই দূত।
- প্রার্থনা (নমাজ) করা প্রতিটি মুসলমানের কর্তব্য। দিনে পাঁচবার নমাজ অবশ্যই পড়তে হবে।
- রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত্য উপবাস করা প্রত্যেকের কর্তব্য।
- ‘জাকাত’ (দান করা) একটি ধর্মীয় রীতি যা অবশ্যই পালন করা উচিত।
- সম্ভব হলে সারাজীবনে অন্তত একবার ‘হজ’ করতে যাওয়া উচিত।
[শ্রী সত্য সাই বালবিকাশ প্রাইমার–২, বই থেকে গৃহীত।]
গুরুদের জ্ঞাতব্যঃ এই বিষয়ের উপর ক্লাশ নেওয়ার সময় ‘সর্ব ধর্ম ঐক্য’ এই বিষয়টির সাহায্য নেওয়া যেতে পারে।