মঙ্গলং গুরুদেবায়

Print Friendly, PDF & Email
মঙ্গলং গুরুদেবায়
Audio
কথা
  • মঙ্গলং গুরুদেবায়, মঙ্গলং জ্ঞান দায়িনে।
  • মঙ্গলং পর্তিবাসায়, মঙ্গলং সত্য সাইনে।।
অর্থ

সেই দিব্য গুরু আমাদের মঙ্গল করুন,সেই জ্ঞান প্রদাতা আমাদের মঙ্গল করুন, সেই পর্তিতে অবতীর্ণ ভগবান আমাদের মঙ্গল দান করুন ,ভগবান শ্রী সত্য সাই বাবা আমাদের মঙ্গল দান করুন।

Explanation
মঙ্গলং পবিত্র
গুরুদেবায় দিব্য শিক্ষকের জন্য
জ্ঞান দায়িনে যিনি জ্ঞান প্রদান করেন
পর্ত্তিবাসায় পর্ত্তীর বাসিন্দাদের জন্য
সত্য সাইনে সত্য সাই এর জন্য
অন্তর্নিহিত তাৎপর্যঃ

আমাদের জীবনে দিব্যগুরুর আবির্ভাব অত্যন্ত শুভ। তাঁর আগমণ অজ্ঞতার সমাপ্তি এবং জ্ঞানরূপ ঊষার আবির্ভাব সূচিত করে।

শ্রী সত্য সাই সুপ্রভাতম – দশম স্তবক

ব্যাখ্যা :দিব্য গুরু আমাদের কাছে যেন মঙ্গলময় হন।

উনি যেন আমাদের দিব্য জ্ঞান প্রদান করেন ।

আমাদের প্রভু যিনি পুট্টাপর্তী তে আবির্ভূত হয়েছেন,তিনি যেন আমাদের অনুগ্রহ করেন ।

ভগবান শ্রী সত্য সাই বাবা যেন আমাদের আশীর্বাদ করেন। হে, দিব্য গুরু আপনি আমাদের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা ও পরম জ্ঞান প্রদান করুন যা আমাদের সৎ চিৎ আনন্দে নিয়ে যাবে।

এই শেষের কটি পংক্তির একটা সুন্দর ধারা ও ছন্দ আছে আর তাই এগুলি কে মন্ত্র হিসেবে গ্রহণ করা যায়।

জ্যোতি স্বরূপের চরণে কোটি প্রণাম, পুট্টাপর্তীর প্রভু, সদগুরু সত্য সাই।

গল্প :বাবার যখন ৯বছর বয়স, উনি এতটাই সাহসী ছিলেন যে উনি দঃসাহসী মজাদার ছড়া ও ছন্দোময় কবিতা রচনা করতেন সেই সকল মানুষের বিরুদ্ধে যারা অস্বাভাবিক কিছু করতেন — যেমন হিটলারের মতো গোঁফ রাখা আর পাশ্চাত্য পোষাক পরা গরীব গ্রামে। উনি অলস ও ধনী ব্যক্তিদের উদ্দেশ্যেও ছন্দোময় ছড়া রচনা করেছিলেন যারা আয়েসে জীবন কাটাত আর তাদের গরীব ভৃত্যরা রোদে সারাদিন পরিশ্রম করত। অনুসন্ধান শুরু হয় কে এই সব দুষ্ট অথচ সত্য পদ্য আর গানের রচয়িতা। সত্য বর্ণ ব্যবস্থার নিষ্ঠুরতার বিরুদ্ধেও লিখেছিলেন এবং তাকে কিছুতেই চুপ করানো যেত না। শেষাম্মা রাজু ছিলেন সত্যের বড় দাদা। তিনি ছোট্ট সত্যের ক্রিয়াকলাপে চিন্তিত ছিলেন। কার্যত, তিনি নিশ্চিত ছিলেন যে সত্যর উপর কোন অন্য গ্রহের চতুর আত্মা ভর করেছেন তাই তিনি সত্যকে উরভকোন্ডায় নিয়ে যান নিজের তত্ত্বাবধানে রাখার জন্য। কিন্তু সত্য তার অলৌকিক শক্তির দ্বারা আরোগ্য সাধন ও শিক্ষা দান চালাতে থাকেন।

This is the message of the Suprabhatam.

[Source: Sri Sathya Sai Balvikas Primer II – For Group II – Sri Sathya Sai Books & Publications Trust]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।