স্মৃতির রেল গাড়ি - Sri Sathya Sai Balvikas

স্মৃতির রেল গাড়ি

Print Friendly, PDF & Email
স্মৃতির রেল গাড়ি
উদ্দেশ্য:

‘তীর্থ পরিক্রমা’ একটি এমন সমবেত খেলা, যেখানে বাচ্চারা মনে মনে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ে। তারা তীর্থস্থানগুলি এবং সেখানকার দেবতার নাম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে; এই খেলাটি আমাদের দেশের বিশিষ্ট ও বৈচিত্রপূর্ণ ঐতিহ্যকে তুলে ধরে।

সম্পর্কিত মূল্যবোধগুলি:
  • কল্পনা শক্তি
  • একাগ্রতা
  • স্মৃতি
  • ভক্তি
  • জানার ইচ্ছে
কী ভাবে খেলতে হবে:
  1. গুরু শিশুদের একটি গোল করতে বলবেন।
  2. তিনি একটি উদাহরণ দিয়ে খেলাটি বুঝিয়ে দেবেন।
  3. প্রথম শিশুটি বলবে: “আমি তীর্থ করতে পুরী গিয়েছিলাম এবং সেখানে প্রভু জগন্নাথকে দর্শন করেছি।”
  4. এইভাবে খেলাটি চলতে থাকবে; প্রতিটি শিশু একটি করে তীর্থস্থান ও সেখানকার দেবতার নাম বলবে।
  5. যদি কোন বাচ্চা এমন জায়গার নাম বলে যেটি আগে বলা হয়ে গেছে, অথবা সে কোন তীর্থে গিয়েছিলো তা স্মরণ না করতে পারে তাহলে সে আউট হয়ে যাবে।
গুরুদের জন্য:
  • খেলার পর ক্লাসে পবিত্র তীর্থস্থানগুলির বিশিষ্টতা নিয়ে আলোচনা করা যেতে পারে। বাচ্চারা সত্যি করে যদি কোনো তীর্থে বা মন্দিরে গিয়ে থাকে, তাহলে তাকে তার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার অনুমতি দেওয়া যেতে পারে!!
  • এই খেলাটি অন লাইন ও খেলা যেতে পারে!!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: <b>Alert: </b>Content selection is disabled!!