করাগ্রে বসতে শ্লোক

Print Friendly, PDF & Email
করাগ্রে বসতে শ্লোক – কার্যক্রম
কার্যক্রমের নমুনা
  1. ছাত্র-ছাত্রীদের বলা হবে হাত দিয়ে করা যায় এমন কিছু কাজের তালিকা প্রস্তুত করতে।
  2. এবার এই কাজগুলি ভালো এবং মন্দ দুই ভাগে ভাগ করতে হবে।.
  3. প্রত্যেকটি কাজ ছোট ছোট কাগজের টুকরো তে লিখে ভাঁজ করে একটা বাক্স রাখতে হবে। ভাল করে মিশিয়ে দিতে হবে।
  4. প্রত্যেককে একটা করে কাগজের টুকরো তুলতে বলা হবে।
  5. যার কাগজে ভালো কাজ লেখা থাকবে তাকে স্বামীর ছবির কাছে দাঁড়াতে বলা হবে।
  6. যার কাগজে মন্দ কাজ লেখা থাকবে তাকে যেদিকে স্বামীর ছবি আছে তার উল্টোদিকে দাঁড়াতে বলা হবে।
ভাল কাজ মন্দ কাজ
লিখিত জপ দেওয়ালে অকারণে লেখা বা আঁকিবুঁকি কাটা
অন্যের সঙ্গে জিনিষ ভাগ করে নেওয়া না বলে অপরের জিনিস নেওয়া
অন্যদের উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া কেউ পড়ে গেলে উপহাস করা
অন্যদের সাহায্য করা অন্যদের মারা/ চিমটি কাটা
স্কুলে অথবা বাল বিকাশ ক্লাসে মনোযোগী হওয়া পরীক্ষায় নকল করা
ঘরের ছোট ছোট কাজে মাকে সাহায্য করা খাবার ফেলে দেওয়া ও নষ্ট করা
গাছে জল দেওয়া অকারণে গাছের ফুল ও পাতা ছেঁড়া

শিক্ষনীয় মূল্যবোধ

সব সময় ভালো কাজ করবে।

ভালো কাজ আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে।

সব সময় নিজের হাত দুটি কল্যাণকর কাজে লাগাবে এবং অন্যদের সাহায্য করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।