সর্বমঙ্গলা শ্লোক-কার্যক্রম

Print Friendly, PDF & Email
সর্বমঙ্গলা শ্লোক-কার্যক্রম
  1. গুরু সম্পূর্ণ শ্লোকটি অর্থসহ ব্যাখ্যা করবেন।
  2. শ্লোকের অর্থ থেকে উল্লেখযোগ্য শব্দ বা বাক্যের অংশ বোর্ডে লিখবেন। যেমন- পবিত্র,সকল প্রকার সম্পদ, শিবের সহধর্মিনী, বিষ্ণুর সহোদরা,সাফল্য প্রদায়িনী
  3. একটি মেয়েকে পার্বতী সাজানো হবে অথবা পার্বতীর ভূমিকায় অভিনয় করতে বলা হবে। পার্বতীর ছবিও ব্যবহার করা যেতে পারে।
  4. এবার ছাত্র ছাত্রীদের বলা হবে, বোর্ডে লেখা শব্দ বা বাক্যের অংশ দিয়ে নিজের ভাষায় প্রার্থনা লিখতে। দৃষ্টান্তঃ- ক) “হে মাতা, তুমি শিবের সহধর্মিনী,বিষ্ণুর সহোদরা, আমাকে সকল্প্রকার সাফল্য প্রদান কর।“ খ) “হে পবিত্র মাতা,আমি তোমার শরণাগত,আমাকে সকল্প্রকার সম্পদ প্রদান কর।
উপসংহার

এই খেলাটি ছোটদের শ্লোকের অর্থ বুঝতে ও মনে রাখতে সাহায্য করবে।খেলার ছলে তাদের মধ্যে ভক্তির উদ্রেক হবে। নজর রাখতে হবে যাতে কোনো কঠিন শব্দ শিশু মনকে ভারাক্রান্ত না করে। সবশেষে শ্লোকটি পাঠ করতে ও অর্থ বলতে বলা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।