প্রেম ঈশ্বর হ্যায়, ঈশ্বর প্রেম হ্যায়
কথা
- প্রেম ঈশ্বর হ্যায়, ঈশ্বর প্রেম হ্যায়
- হর ধড়কন মে সাই সমা হ্যায়, ঈশ্বর প্রেম হ্যায়
- প্রেম ঈশ্বর হ্যায়, ঈশ্বর প্রেম হ্যায়
- রাম রহিম কৃষ্ণ করিম
- জোরাষ্ট্র যেশু নানক
- কোই ভি নাম জপরে মনুয়া, ঈশ্বর প্রেম হ্যায়
অর্থ
ঈশ্বর হলেন প্রেম; প্রেম হল ঈশ্বর। প্রতিটি হৃদস্পন্দন যখন ঈশ্বরই প্রেম এই মন্ত্র জপ করে, তখন সেখানে সাই মিশে থাকেন এবং শক্তি সঞ্চার করেন। ওহে মন! প্রভুর যেকোন নাম জপ কর: রাম, কৃষ্ণ, রহিম, জোরাষ্ট্র, যীশু অথবা নানক—সব নাম ও রূপই প্রেম, কেবল প্রেম। ঈশ্বর প্রেম, প্রেম ঈশ্বর।
ব্যাখ্যা
ঈশ্বর প্রেম হ্যায়, প্রেম ঈশ্বর হ্যায় | আমরা সেই পরমেশ্বরের মহিমা কীর্তন করি, যিনি বিশুদ্ধ ও স্বার্থভাবনা হীন প্রেম ছাড়া আর কিছুই নয়। |
---|---|
হর ধড়কন মে সাই সমা হ্যায় ঈশ্বর প্রেম হ্যায় | হে প্রভু সাই! তুমিই আমাদের প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে স্পন্দিত হও।তুমিই সেই প্রেম যা এই বিশ্বকে প্রাণময় করে তোলে। |
প্রেম ঈশ্বর হ্যায়, ঈশ্বর প্রেম হ্যায় | আমরা সেই পরমেশ্বরের মহিমা কীর্তন করি যিনি বিশুদ্ধ ও স্বার্থভাবনা হীন প্রেম ছাড়া আর কিছুই নয়। |
রাম রহিম কৃষ্ণ করিম | হে প্রভু! আমরা তোমাকেই ডাকি; তুমিই সেই যিনি আনন্দ দেন (রাম), যিনি পরম কৃপাময় (রহিম), যিনি মনমোহন (কৃষ্ণ)এবং পরম উদার সর্বশক্তিমান (করিম)। |
জোরাষ্ট্র যেশু নানক | আমরা তোমাকেই ডাকি, হে বিশ্বের প্রভু! তুমিই সেই সুবর্ণ আলোক (জোরাষ্ট্র), যিনি সকল শুভের মূর্ত বিগ্রহ (যীশু), এবং অদ্বিতীয় (নানক)। |
কোই ভি নাম জপরে মনুয়া ঈশ্বর প্রেম হ্যায় | তোমাকে আমরা যে নামেই ডাকি না কেন তুমি সেই পরমেশ্বর যিনি প্রেম, কেবল প্রেম রূপেই অভিব্যক্ত হন। |
রাগ: মূলতঃ রাগ যোগের ওপর নির্মিত
শ্রুতি: C (পঞ্চম)
তাল: কাহারবা বা আদিতাল
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_11/01DEC13/bhajan-tutor-Prem-Eshwar-Hai.htm