স্থিরতার মজা

Print Friendly, PDF & Email
স্থিরতার মজা
উদ্দেশ্য :

এই খেলাটি সবাই মিলে খেলতে হবে ; এটি শিশুদের মধ্যে তৎপরতা ও একাগ্রতাকে উন্নত করতে সাহায্য করে। মনকে স্থির করতে হলে আগে দেহকে স্থির করা দরকার।

সম্পর্কিত মূল্যবোধগুলি :
  • উদ্ভাবনী ক্ষমতা
  • আত্ম সংযম
  • শান্তভাব
  • স্থিরতা
প্রয়োজনীয় উপাদান :

বাজনা

গুরুর প্রস্তুতি:

কোনটিই নয়

কিভাবে খেলতে হবে
  1. গুরু একটি গান বাজাবেন এবং শিশুদের বৃত্তাকারে দৌড়োতে বলবেন।
  2. গান বন্ধ হলে ,গুরু চেঁচিয়ে বলবেন — কৃষ্ণ ; সঙ্গে সঙ্গে শিশুরা কৃষ্ণের ভঙ্গিমায় স্থির প্রতিমূর্তির মতন দাঁড়িয়ে যাবে।
  3. যদি কেউ একটুও নড়ে তাহলে সে বাদ পড়বে।
  4. আরো কয়েকটি উদাহরণ — শ্রী হনুমান, রাম, শিব, বিঠ্যল,নরসিংহ, যীশু, বুদ্ধ, মীরাবাঈ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।