সুপ্রভাতম্‌ ইদং

Print Friendly, PDF & Email
সুপ্রভাতম্‌ ইদং
অডিও
কথা
  • সুপ্রভাতম্‌ ইদং পুণ্যং যে পঠন্তি দিনে দিনে।
  • তে বিশন্তি পরম্ ধাম জ্ঞানবিজ্ঞান শোভিতাঃ।।
অর্থ

যে কেহ এই ‘সুপ্রভাত’ প্রতিদিন আবৃত্তি করলে তার উচ্চমার্গে অবস্থান হয় ও সে সর্বোত্তম জ্ঞান, বুদ্ধি লাভ করে।

ব্যাখ্যা
সুপ্রভাতম সুপ্রভাতের গান
ইদম্‌ এই
পুণ্যম্‌ পবিত্র
য়ে যারা
পঠন্তি পাঠ করে
দিনে দিনে দিনে দিনে
তে তারা
বিশন্তি প্রবেশ করা
পরম চরম
ধাম আলয়
জ্ঞান জ্ঞান
বিজ্ঞান বিশেষ জ্ঞান
শোভিতা প্রভাময়
অন্তর্নিহিত তাৎপর্য্য

পরম ধাম বেদান্ত ঘোষণা করে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো জন্ম-মৃত্যুর আবর্ত হতে মুক্তি লাভ করা অর্থাৎ মোক্ষ প্রাপ্তি। জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞতা– ভুল বোঝা, ভুল চিন্তা এবং ভুল কর্ম বন্ধন এবং দুর্দশার কারণ। শিক্ষা এবং জ্ঞান আমাদের মুক্তি এবং আনন্দের সন্ধান দেয়।.

জ্ঞান অর্থাৎ গুরুর চরণে বসে যা অধীত হয়। যা শ্রবণ করা হয় এবং অনুশীলনের দ্বারা আত্মস্থ করলে তা বিজ্ঞানে বা বিশেষ জ্ঞানে রূপান্তরিত হয় ।প্রত্যহ সুপ্রভাতমের আন্তর তাৎপর্য মাথায় রেখে সুপ্রভাতম পাঠ করলে ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়। সারাদিন দিব্য শক্তির সাথে নিজেকে যুক্ত রাখা যায়।.

ব্যাখ্যা :

যিনি নিয়মিত সুপ্রভাতম পাঠ করেন তাঁর মধ্যে জ্ঞান জ্যোতি প্রজ্জ্বলিত হয়,তিনি পরম জ্ঞান এবং চরম প্রশান্তি প্রাপ্ত হন।আমাদের সদ্‌গুরু সাই যেন প্রতিদিন আমাদের মধ্যে আত্মোচেতনা জাগ্রত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।