গুপ্তধনের সন্ধানে - Sri Sathya Sai Balvikas

গুপ্তধনের সন্ধানে

Print Friendly, PDF & Email
গুপ্তধনের সন্ধানে
উদ্দেশ্য :

শিশুরা যেন সর্বদাই মানবিক সৎ গুণ গুলির সন্ধানে থাকে এবং খুঁজে পেলে তা নিজেদের মধ্যে গ্রহণ করতে আগ্রহী হয়।

সম্পর্কিত মূল্যবোধগুলি :
  • ঔৎসুক্য
  • দৃঢ় সংকল্প
  • সজাগ থাকা
প্রয়োজনীয় উপাদান সামগ্রী:

চিট, কলম/রঙিন কলম তৈরির জন্য A4 শীট/চার্ট

গুরুর প্রস্তুতি:

ছোট চিরকুট, যাতে সৎ গুণ গুলির নাম লেখা থাকবে ,( যেমন : প্রেম ,সেবা ইত্যাদি )

কীভাবে খেলতে হবে
  1. গুরু চিরকুটে কোন সৎ গুণের নাম লিখে ( যেমন প্রেম ), সেটা ঘরের মধ্যেই কোথাও লুকিয়ে রাখবেন।
  2. একজন শিশুকে সেই মূল্যবোধের নাম লেখা কাগজটি খুঁজতে বলা হবে, যাকে লুকানোর জায়গাটি দেখানো হবে না।
  3. যদি শিশুটি ওই মূল্যবোধের নাম লেখা চিরকুটের সন্নিকটে থাকে বা কাছাকাছি যায়, তাহলে বাকি শিশুরা, ‘সবুজ’ বলে চেঁচাবে।
  4. যদি শিশুটি সেই জায়গা থেকে দূরে সরে যায় তাহলে বাচ্চারা চেঁচিয়ে বলবে “লাল”.
  5. যদি শিশুটি ওই মূল্যবোধের ( চিরকুট) খোঁজ না পায়, তখন আরেকজন শিশু সুযোগ পাবে।
  6. আর যদি বাচ্চাটি সেটি খুঁজে পায়, তাহলে গুরুকে সেটি সেই শিশুটিকে না জানিয়ে অন্য জায়গায় লুকোতে হবে।
  7. এইভাবে খেলা চলবে এবং যারা জিতবে তাদের পয়েন্ট দেওয়া হবে !!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: