এর পর কী ?

Print Friendly, PDF & Email
এর পর কী ?
উদ্দেশ্য:

এই খেলাটিতে শ্রবণ ক্ষমতা বৃদ্ধি পায় ; শিশুদের যেটা শুনছে সেটা মনে রেখে পরে স্মরণ করে বলতে হয়। এতে শোনার দক্ষতাও বাড়ে।

সম্পর্কিত মূল্যবোধগুলি :
  • একাগ্রতা
  • স্মৃতি
প্রয়োজনীয় উপকরণ:

কোনটিই নয়

গুরুর প্রস্তুতি:

কোনটিই নয়

কীভাবে খেলতে হবে –
  1. গুরু তাঁর ক্লাসের বাচ্চাদের ছোট ,ছোট দলে ভাগ করে দেবেন।
  2. গুরু জোরে, জোরে দশটি শব্দ বলবেন যাদের একটার সঙ্গে আরেকটার কোন সম্পর্ক নেই। কোন শব্দ একবারের বেশি বলা যাবে না। ( উদাহরণ — মোমবাতি ,পদ্ম ,টিয়া পাখি ,হনুমান ,গঙ্গা ,কোরান ইত্যাদি )
  3. গুরু তাদের বলবেন খুব মন দিয়ে শুনতে এবং বলবেন যে তাদের এই শব্দগুলি মনে রাখতে হবে।
  4. প্রতিটি দলকে তিনি একটি করে কাগজ ও একটি করে পেন্সিল দেবেন।
  5. গুরুর বলা শেষ হলে তাদের কাগজে ওই দশটি শব্দ লিখে ফেলতে হবে।
  6. যে দল সঠিক ভাবে সবকটি শব্দ লিখতে পারবে, তারা পয়েন্ট পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: