শ্রী সত্য সাই অষ্টোত্তরম্‌

Print Friendly, PDF & Email
শ্রী সত্য সাই অষ্টোত্তরম্‌
লক্ষ্য:

এই কার্যক্রম বাচ্চাদের একটি বড় সুযোগ করে দেয় মজা করে ক্রমানুসারে সাই অষ্টোত্তরম্‌ মুখস্থ ও পাঠ করতে।

অন্তর্নিহিত মূল্যবোধ:
  • ভক্তি
  • স্মৃতি
  • সতর্কতা
  • দলের বন্ধন
প্রয়োজনীয় সামগ্রী:

একটি বল

গুরুদের প্রস্তুতি:

নেই

কিভাবে খেলবে
  1. গুরু বাচ্চাদের গোল হয়ে দাঁড়াতে বলবেন আর একজনকে বলটি দেবেন।
  2. যার হাতে বল থাকবে, সে সাই অষ্টোত্তরমের একটি নাম পাঠ করতে করতে বলটি অন্য বাচ্চাকে ছুঁড়ে।
    দেবে। যেমন – ওম শ্রী ভগবান সত্য সাই বাবায় নমঃ।
  3. দ্বিতীয় বাচ্চাটি বলটি ধরবে এবং পরের নামটি পাঠ করবে – ওম শ্রী সাই সত্যস্বরূপায় নমঃ ।
  4. এই বাচ্চাটি তৃতীয় বাচ্চার দিকে বলটি ছুঁড়ে দেবে আর সে তৃতীয় নাম পাঠ করবে আর এইভাবেই খেলাটি চলবে।
  5. খেলাটি এই ভাবেই চলবে যতক্ষণ না নির্ধারিত নামের সংখ্যা সঠিক ক্রমে পাঠ করা হচ্ছে। এটি নির্ভর করে সময়ের ওপর।
  6. যে বাচ্চা নাম পাঠ করতে পারবে না বা ভুল নাম পাঠ করবে তাকে খেলা থেকে বাদ দেওয়া হবে।
গুরুর জন্য পরামর্শ:
  • গুরু বুঝতে পারবেন যে এই কার্যক্রম বাচ্চাদের অনুশীলনের একটি কার্যকরী মাধ্যম।
  • এই কার্যক্রমটিকে আরো কার্যকরী ও মজাদার করার জন্য বাচ্চাদের আগে থেকেই সেট অনুসারে অষ্টোত্তরমের নাম মুখস্থ করে আসতে বলা যায় (যেমন দশটা নামের একটা সেট)। এটা একটি আদর্শ মূল্যায়ন পদ্ধতি হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: