প্রেম হল সত্যের প্রকাশ। আত্ম তত্ত্ব থেকে তার উদ্ভব। প্রেম বিশুদ্ধ, অবিচল, জ্যোতির্ময়, গুণাতীত, নিরাকার, অনাদি, চিরন্তন, শাশ্বত এবং অমৃত। এই নয়টি হল প্রেমের গুণ। প্রেম কারুকে ঘৃণা করেনা, সে সবাইকে এক করে। একাত্মা দর্শনম প্রেমম্ (অদ্বৈতের অনুভবই প্রেম।)
চিন্তা প্রেমময় হলে আমাদের হৃদয়ে সত্যের প্রকাশ ঘটবে। আমাদের কাজ যদি প্রেমে পূর্ণ হয় তাহলে আমাদের সকল কাজে ধর্মের প্রকাশ ঘটবে। আমাদের অনুভূতিগুলি যদি প্রেমে নিষিক্ত হয় তাহলে আমরা শান্তি পাব; জগতে সবকিছুর মধ্যে যদি আমরা প্রেমতত্ত্বকে অনুভব ও উপলব্ধি করি, তাহলে তাহলে আমরা এবং আমাদের সকল প্রচেষ্টা অহিংসার দ্বারা পরিবৃত থাকবে। সুতরাং প্রেম সকল মূল্যবোধের মধ্যে অন্তঃসলিলা হয়ে বয়ে চলে ও তাদের দিব্যতায় পূর্ন করে। ঈশ্বরের প্রতি প্রমকে বলে ভক্তি। এই অংশে আমরা একটি গল্প পড়ব ,যার নাম,” বিশ্বজনীন প্রেম “; এটি হজরত মুহম্মদের জীবনী থেকে সংগৃহিত একটি আকর্ষণীয় কাহিনী। এখানে দেখা যাবে যে, তাঁর প্রতি যে ঘৃণা বর্ষণ করছে, তিনি তাঁর প্রতি প্রেম বর্ষণ করছেন।
















![অষ্টোত্তর [১-৫৪]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)



