কর্মের মাধ্যমে খেলা
উদ্দেশ্য :
একটি মনোগ্রাহী ও উত্তেজনা পূর্ণ কর্মকান্ড যা শিশুদের দ্বিধা সঙ্কোচ ও লজ্জা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং সঙ্গীসাথীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরি করে পারস্পরিক অনায়াস মেলামেশা সহজসাধ্য করে তোলে।
সম্পর্কিত মানসমূহ:
- আত্মবিশ্বাস
- দল বন্ধন
- অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ হওয়া
প্রয়োজনীয় উপকরণ::
মিউজিক ( ঐচ্ছিক)
গুরুর প্রস্তুতি:
কোনটিই নয়
খেলার পদ্ধতি :
- .গুরুরা ছেলেমেয়েদের বলবে যে যখন ব্যাকগ্রাউন্ডে কোনো বাজনা বা গান বাজতে থাকবে তখন তারা পরস্পর হাত ধরে বৃত্তাকারে ঘুরবে।
- তারপর গুরু একটি নম্বর ঘোষণা করবে, মনে করো সেটা ৩, তখন ছেলেমেয়েরা তিনজন তিনজন করে কতগুলি দল তৈরি করে হাতে হাত ধরে দাঁড়াবে।
- নম্বরটি যদি ৫ হয়, তবে ছেলেমেয়েরা প্রতিটি দলে ৫ জন করে জরো হয়ে কয়েকটি দল গঠন করবে।
- এই খেলাটি কে আরও মনোগ্রাহী ও ইন্টারেস্টিং করে তোলা যায় হাফ বা কোয়ার্টার নাম্বার যোগ করে। হাফ বোঝাতে গেলে শিশুটিকে একটু ঝুঁকে দাঁড়াতে হবে আর কোয়ার্টার বোঝাতে গেলে শিশুটিকে মাটিতে বসতে হবে। ( উদাহরণ স্বরূপ : গুরু যদি ৯ জন শিশু দিয়ে ৮ + ১/৪ জনের একটি দল চায় তবে শিশুদের মধ্যে ৮ জন দাঁড়িয়ে ও নবম জন মাটিত বসে একটি দল গঠন করবে।
গুরুদের জন্য টিপস:
- Tএই খেলার প্রকৃতি হল মেলামেশায় উৎসাহ দেওয়া (icebreaker game)। কোনো কোনো সময় গুরুরা দেখতে পায় যে কিছু ছেলেমেয়ে দলের সঙ্গীদের সাথে খুব সহজে মিশতে পারছে না এবং তারা মাত্র দুএকজন সঙ্গীর সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এই খেলাটি সেই সব ছেলেমেয়েদের অন্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে সাহায্য করতে পারে।
- তাই এই উদ্দেশ্য সফল করার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা গুরুদের খেয়াল রাখতে হবে, তা হল বৃত্তাকারে দাঁড়াবার সময় তারা যেন এলোমেলো ভাবে দাঁড়ায় এবং তাদের প্রিয় বন্ধুদের সাথে না দাঁড়ায়।