হিউম্যান স্ক্র্যবল্
উদ্দেশ্য :
একটি মজাদার, চিত্তাকর্ষক ও একে অপরকে প্রভাবিত করতে পারে এরকম একটি দলগত কাজের মধ্যদিয়ে ছেলেমেয়েদের আরও বেশি ইতিবাচক শব্দের সাথে পরিচিত করে তোলা এবং তাদের শব্দভান্ডারকে ইতিবাচক শব্দে আরও বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা।
সম্পর্কিত মূল্যবোধ সমূহ:
- মনোনিবেশ
- সতর্কতা
- উপস্থিত বুদ্ধি
- দলবদ্ধ ভাবে সম্পাদিত কর্ম
- সমন্বয় সাধন
- পারস্পরিক অনুভূতি ও মত বিনিময়ের মধ্য দিয়ে সম্পর্কের বন্ধন / মৈত্রী
- সময় ব্যবস্থাপনা
- শৃঙ্খলা
প্রয়োজনীয় উপকরণ :
- এ ফোর সাইজ মোটা কাগজ, কার্ডবোর্ড
- মার্কার
প্রস্তুতি পর্বের কাজ :
- যে শব্দগুলি মানবিক মূল্যবোধকে সূচিত করে, সেই শব্দগুলির একটি তালিকা প্রস্তুত করতে হবে ( উদাহরণ. God, Good, Pray, Share, Care, Help, Sing, Smile, Thank, Joy, Happy, Holy, Dear, Glad, Hope, Nice, Neat, Kind, Pure, Clean, Truth, Peace)
- এই শব্দগুলিতে ব্যবহৃত সমস্ত অক্ষর একজায়গায় লিখে ফেলতে হবে এবং যে অক্ষরগুলি বার বার ব্যবহৃত হয়েছে সেগুলো আর এক জায়গায় লিপিবদ্ধ করতে হবে।
- প্রতিটি এ ফোর সাইজ কাগজে বার বার ব্যবহৃত অক্ষরগুলি সমেত আরও একটি করে অক্ষর লিখতে হবে।
খেলার পদ্ধতি
- ক্লাসের প্রত্যেককে একটি করে কার্ড বিতরণ করো।
- ছেলেমেয়েদের খেলাটি ভালো করে বুঝিয়ে দাও।
- শব্দ তালিকা থেকে একটি মূল্যবোধ প্রকাশক শব্দ সকলের সামনে বলো। উদাহরণ স্বরূপ : SHARE.
- পাঁচজন শিশুর প্রত্যেকে একটি করে পাঁচটি অক্ষর নিয়ে সামনে আসবে এবং প্রতিটি শিশু তাদের নির্ধারিত কার্ড হাতে নিয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে অক্ষরগুলি প্রদর্শিত করে সঠিক ভাবে SHARE শব্দটি তৈরি করবে।
- যে সব ছেলেমেয়েদের শব্দ তৈরি করা ও খেলায় অংশ গ্রহণ করা হয়ে গেলো তারা দল বেঁধে ঘরের অন্য কোণে বসবে যাতে অন্য ছেলেমেয়েরা সামনে এগিয়ে এসে খেলায় অংশগ্রহণ করতে পারে।
৬. এরপর আর একটি শব্দ ঘোষণা করা হবে এবং এভাবেই খেলাটি এগিয়ে চলবে। - খেলাটি চলবে যতক্ষণ না পর্যন্ত তালিকাভূক্ত সবকটি শব্দ খেলায় ব্যবহৃত হয়ে যায়।
বিকল্প বিষয় :
- প্রকৃতির সাথে সম্পর্ক যুক্ত সাধারণ শব্দ সমূহ ( Tree, Air, Rain, Fruit, Nature, Moon, Leaf, Star, Sky, Sun, Clouds, Hill, Birds, River)
- ধর্মমত সম্পর্কিত শব্দ সমূহ ( Guru, Jesus, Rama, Sita, Devi, Allah, Aum, Hari, Hara, Shiva, Cross, Easter, Holi, Diwali, India, Temple, Church, Mosque.)