অলখনিরঞ্জন ভজন – কার্যক্রম
প্রয়োজনীয় জিনিসপত্র:
- চার্ট পেপার
- পেন্সিল অথবা মার্কার
মূল্যবোধ:
- কাজ করার সময় নামস্মরণ করতে হবে।
- একাগ্রতা
প্রস্তুতিমূলক প্রচেষ্টা:
- গুরু ভজনটির অর্থ ব্যাখ্যা করবেন এবং নামস্মরণের তাৎপর্য বলবেন।
- গুরু ধাঁধার কাগজটি চার্ট পেপারে আটকে দেবেন। অথবা গুরু নিজে বোর্ডে ধাঁধার ছবিটি এঁকে দেবেন।
- কাগজের মাঝখানে ভগবানের একটি ছবি আটকে দিতে হবে।
পদ্ধতি:
- গুরু একজন শিশুকে ডেকে অবিরাম “নারায়ণ” নাম স্মরণ করতে করতে পরবর্তী বৃত্তে যাবার রাস্তা আঁকতে বলবেন।
- দ্বিতীয় শিশুকে এই একই ভাবে নামস্মরণ করতে করতে তৃতীয় বৃত্তে যেতে বলবেন গুরু।
- এই ভাবে খেলা চলতে চলতে একদম কেন্দ্রে যে বৃত্তে “সত্য নারায়ণ” রয়েছেন সেখানে পৌঁছতে হবে।
- খেলা শেষে সবাই মিলে ভজনটি গাইবে।
উত্তর: