গোবিন্দ হরে
অডিও
ভজনের কথা
- গোবিন্দ হরে গোপাল হরে হে গোপীগোপ বালা
- গোবিন্দ হরে গোপাল হরে হে মুরলী গান লোলা
- গোবিন্দ হরে গোপাল হরে হে রাধা হৃদয় লোলা
- গোবিন্দ হরে গোপাল হরে হে নন্দ গোপ বালা
অর্থ
শ্রীকৃষ্ণকে আহ্বান করে এখানে বলা হয়েছে তিনি গোবিন্দ, গোপাল, গোপবালক (গোপীগোপ বালা), দিব্য বাঁশীতে তিনি তান তোলেন (মুরলী গান লোলা), তিনি রাধার হৃদয় নিবাসী (রাধা হৃদয় লোলা), নন্দ গোপের নন্দন (নন্দ গোপ বালা)।
ভিডিও
ব্যাখ্যা
গোবিন্দ | শ্রীকৃষ্ণের নাম; রাখাল বালক- যিনি গরু প্রতিপালন করেন |
---|---|
হরে | হরি বলতে ভগবান বিষ্ণুকে বোঝানো হয়েছে- যিনি মোহ মায়া দূর করেন |
গোপাল | শ্রীকৃষ্ণের নাম যার অর্থ যিনি গরু প্রতিপালন করেন অর্থাৎ সমস্ত জীবের যিনি প্রতিপালক |
মুরলী | বাঁশী; অহংকার শূন্য ব্যক্তি, ফাঁপা |
গান লোলা | গান যাঁকে আনন্দ দেয় বা গান যাঁর প্রিয় |
রাধা হৃদয় | রাধার হৃদয় |
নন্দ গোপ বালা | নন্দ গোপের পুত্র |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
কার্যক্রম
-
আরও পড়া