জয় জয় রাম
অডিও
ভজনের কথা
- জয় জয় রাম গোবিন্দ হরি হরি
- জানকী রাম গোবিন্দ হরি হরি
- সাই রাম গোবিন্দ হরি হরি
অর্থ
সর্বজীবের পরিপালক শ্রীকৃষ্ণের জয়। সীতাপতি শ্রীরামচন্দ্রের জয়। সর্বজীবের পরম মাতা শ্রীসাঈশ্বরের জয়।
ভিডিও
ব্যাখ্যা
জয় | জয় হোক |
---|---|
রাম | প্রভু শ্রীরামচন্দ্র; ‘রাম’ কথার অর্থ যিনি আনন্দ প্রদান করেন। |
গোবিন্দ | শ্রীকৃষ্ণের নাম। গো অর্থ গবাদি পশু। বিন্দ অর্থ প্রধান পরিচালক। এখানে গবাদি পশু অর্থে সমস্ত জীবকে বোঝানো হয়েছে। “গোবিন্দ” শব্দটির অর্থ যিনি সমস্ত জীবের প্রতিপালক। |
হরি | বিষ্ণুর এক নাম। যিনি জগতের সমস্ত দুঃখ-কষ্ট ও মোহ-মায়া দূর করেন। |
জানকী | জনক রাজার কন্যা; সীতা। |
সাইরাম | আমাদের প্রভু সাই। আমাদের দিব্য মাতা। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
আরও পড়া