কৃষ্ণম্ বন্দে
অডিও
কথা
- কৃষ্ণম্ বন্দে নন্দকুমারম্
- রাধা বল্লভ নবনীত চোরম্
- রামম্ বন্দে দশরথ তনয়ম্
- সীতা বল্লভ রঘুকূল তিলকম্
অর্থ
যিনি নন্দের নন্দন, যিনি রাধার প্রভু, যিনি হৃদয়রূপী নবনী চুরি করেন, সেই কৃষ্ণকে বন্দনা করি। যিনি দশরথের পুত্র, সীতার প্রভু, যিনি রঘুকূল শ্রেষ্ঠ, সেই রামকে বন্দনা করি।
ভিডিও
ব্যাখ্যা
কৃষ্ণ | যিনি আকর্ষণ করেন। (মূল শব্দ ‘কৃষ’ যার অর্থ ‘আকর্ষণ করার শক্তি’ |
---|---|
বন্দে | বন্দনা করি |
নন্দকুমারম | নন্দ- কৃষ্ণের পালক পিতা। কুমারম- পুত্র। নন্দকুমারম কথাটির অর্থ নন্দের পুত্র। |
রাধা | শ্রীকৃষ্ণের পরম ভক্ত |
বল্লভ | প্রভু, প্রিয় |
নবনীত চোরম্ | নবনীত- মাখন, চোরম্- চুরি |
রামম্ | শ্রীরামচন্দ্র অর্থাৎ যিনি আনন্দ দেন |
দশরথ তনয়ম্ | দশরথ- রামচন্দ্রের পিতা। তনয়ম্-পুত্র। দশরথতনয়ম্ কথাটির অর্থ দশরথের পুত্র। |
সীতা | শ্রীরামচন্দ্রের অর্ধাঙ্গিনী |
রঘুকূল | শ্রীরামচন্দ্রের বংশে রঘু নামের এক রাজা এতই মহান ছিলেন যে তাঁর নামেই পরবর্তীকালে সেই বংশের নামকরণ হয় রঘুবংশ বা রঘুকল |
তিলকম্ | রত্ন শিরোমণি |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 4
-
কার্যক্রম
-
আরও পড়া