14. যে হরিণ (Deer) প্রিয় (Dear) হয়ে উঠেছিল
বাবার অনেক পোষা জন্তু ছিল…কুকুর, খরগোশ, ময়ূর এবং হরিণ – সব বিরাট বিরাট হেঁটে বেড়ানোর মতো খাঁচায়। তাঁর প্রিয় হরিণ হস্তিনী ‘সাইগীতা’ তাঁকে এতটাই ভালবাসতো যে বাবা অনেকদিন বাইরে থাকলে সে চোখের জল ফেলতে থাকতো। অন্য যে কোনও ভক্তের চেয়ে সাইগীতা অনেক বেশীবার বাবাকে মালা পরিয়েছে। (সম্প্রতি সাইগীতা দেহত্যাগ করে ভগবানের সঙ্গে মিলিত হয়েছে।)
ভগবান বাবা একটি ছোট হরিণকে খুবই স্নেহের সঙ্গে পালন করেছেন এবং এখন সে খুবই বড় হয়ে উঠেছে। এক রৌদ্রজ্জ্বল গরমের দিনে ভগবান রোজকার মত দুপুরের আহারের পর বিশ্রাম করছিলেন। সাধারণতঃ তিনি দর্শন দেবার জন্য অপরাহ্নে আবার নেমে আসেন। কিন্তু ঐদিন বাবা দুপুরের খাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে নেমে এসেছিলেন এবং তাড়াতাড়ি করে “ডিয়ার পার্কে” (হরিণদের পার্কে) চলে গেলেন। তিনি সোজা ঐ হরিণটির কাছে গেলেন, হরিণটি তাঁর জন্য অপেক্ষা করছিল মনে হল। অত্যন্ত কোমল ও স্নেহের সঙ্গে হরিণটিকে আদর করে বাবা তাকে একটু ফল খাইয়ে দিলেন। ভগবানের দিব্যহস্ত হতে ফল খাবার পর হরিণটির চোখ দিয়ে প্রচুর অশ্রু ঝরে পড়ল এবং তারপর সে ভগবান বাবার পাদপদ্মে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এমনই হল ভগবানের প্রেম ও করুণার সৌন্দর্য
[Source: Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]