কৃতজ্ঞতা
কৃতজ্ঞতা হল ঐশ্বরীক গুণ এবং ভগবান বাবার কাজকর্মে আমরা এর প্রচুর নিদর্শন পেয়ে থাকি।
বহুদিন আগে একদল ভক্তদের নিয়ে বাবা হর্সলে পাহাড়ে ছিলেন। ঐ মনোরম স্থানটি ছিল সমুদ্রপৃষ্ঠ হতে ৩৮০০ ফুট উপরে।
পাহাড়ের ভিতর অবস্থিত তাদের থাকবার জায়গাটিতে শুধুই জীপে করে যাওয়া যেত। সুতরাং পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট একটি গ্রাম হতে তাদের জন্য খাদ্য ও পানীয় তোলা হত। একটি মোষ তার পিঠের দুপাশে চামড়ার ব্যাগে জল ভর্তি করে সারা দিনে অনেকবার করে নীচে থেকে বয়ে আনতো।
বাবার মধুর জ্ঞানময় কথাগুলো শুনে প্রত্যেকেই বাবার সঙ্গে ঐ সুখী, শান্তিময় দিনগুলো উপভোগ করেছিলেন।
ফিরে আসবার সময় বাবা সকলকেই এক সঙ্গে হেঁটে নীচে যাবার পরামর্শ দিলেন। কিছুটা হাঁটবার পর বাবা হঠাৎ থেমে বললেন, “তোমরা অপেক্ষা কর, আমি এক মিনিটের ভিতর ফিরে আসছি। ঐ গণ্যমান্যের কাছ হতে বিদায় নিতে হবে।” কিছু ভক্ত নীরবে বাবাকে অনুসরণ করলেন, এবং তাঁকে ঐ মোষের কাছ হতে বিদায় নিতে দেখলেন। খুবই স্নেহের সঙ্গে তার পিঠে হাত বুলিয়ে তিনি বলেছিলেন, “বাঙ্গারু! তুমি আমার খুবই সেবা করেছ।” (বাঙ্গারু হল পরম স্নেহের ডাক, অর্থ হল বিশুদ্ধ সোনা)।
বাবা সব কিছু লক্ষ্য করেন এবং ছোট খাটো সেবা কাজেরও প্রশংসা করে থাকেন।
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]