মনোজবং শ্লোক – কার্যক্রম
কার্যক্রমের লক্ষ্য – ভগবানের নামস্মরণের গুরুত্ব ও তা সর্বদা কীভাবে আমাদের রক্ষা করে এবং কঠিন কাজ গুলি করতে সাহায্য করে, তা গ্রুপ ওয়ানের শিশুদেরকে বোঝানো।
প্রয়োজনীয় উপকরণ – জপমালার গুটি, সুতো, কাঁচি
জপমালা তৈরীর কাজ
গুরুরা শ্রী হনুমানের জীবনের গল্প ব্যাখ্যা ক’রে বলবেন যে কীভাবে তিনি শ্রীরামের নাম স্মরণ ক’রে কঠিন থেকে কঠিনতর কাজগুলি সম্পন্ন করেছিলেন। ভগবানের নাম নিয়ে কোন কাজ শুরু করলে আমরা সেই কাজটি আত্মবিশ্বাসের সঙ্গে সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সাহস, দৃঢ় সংকল্প ও বুদ্ধি পেয়ে থাকি।
- প্রত্যেক শিশুকে ২৭ টি জপমালার গুটি ও সুতো দিতে হবে (২৬ টি গুটি একরকমের, একটি গুটি অপর গুটি থেকে একটু বড়ো আকারের)।
- একটি সমান ও পরিষ্কার স্থানে শিশুরা ২৭টি গুটি সুতো দিয়ে একসাথে গাঁথবে।
- সুতোর শেষ প্রান্তটি আটকে দিতে হবে ও শিশুরা প্রথম গুটির সাহায্যে অন্য গুটি গুলি গাঁথবে।
- শিশুরা জয় শ্রী রাম বলে প্রতিটি গুটি সুতোয় গাঁথবে।
- ২৬ টি গুটি গাঁথা হয়ে গেলে গুরু প্রধান গুটি টি গাঁথতে সাহায্য করবেন।
সংক্ষেপ করণ
- তোমরা কি কাজটি উপভোগ করেছ?
- ভগবানের নাম নিয়ে কোন কাজ করলে কী হয়?
- ভগবানের নাম নিয়ে কোন কাজ করলে কী হয়?
এক্ষেত্রে সমস্ত কাজটি চলার সময়ে ভগবানের নামস্মরণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। কার্যক্রমের শেষে জপমালা গুলি শিশুদের দিয়ে সেগুলি যত্নে রেখে দিতে বলতে হবে। শিশুরা তাদের পছন্দের যে কোন মন্ত্র যেমন- গায়ত্রী মন্ত্র বা ওঁ শ্রী সাইরাম বা ওঁ নমঃ শিবায় বা জয় শ্রী রাম রোজ ২৭ বার জপ করবে। শিশুরা বিশেষ দিনে বিশেষ মন্ত্র যেমন গণেশ চতুর্থীতে জপমালার সাহায্যে ‘শ্রী গণেশায় নমঃ’ ১০৮ বার (২৭ x ৪) জপ করবে।