আচরণ পরীক্ষা
প্রশ্ন ১ বাড়ীর কাজ করার সময়, তুমি কি
- এটি নিজেই করো
- মা- বাবার নির্দেশ মত করো
- এটি সম্পূর্ণ করার বিষয়ে গুরুত্ব দাও না
- তোমার মা বা বোনের উপর নির্ভর করো
প্রশ্ন ২ তোমার বাড়ীতে একটি ছোট বাগান আছে। তোমার মা একটি জরুরী কাজে শহরের বাইরে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে তুমি কী করবে–
- গাছে জল দেবে
- গাছে জল দেওয়ার জন্য বাবাকে বলবে
- গাছে জল দেওয়ার বিষয়ে কোন গুরুত্ব দেবে না
- বাড়ীতে যে ফুলগাছ আছে, সে বিষয়ে তুমি অবগত নও
প্রশ্ন ৩ তোমার বড় ভাই ভুল বশত ফ্যান চালিয়ে রেখেই ঘর থেকে চলে গেছে। সেটা দেখে তুমি কী করবে-
- সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ করবে
- বড় ভাইয়ের বিরুদ্ধে নালিশ জানানোর জন্য মা কে খুঁজবে
- প্রথমে ফ্যান বন্ধ ক’রে তারপর নালিশ জানানোর জন্য মা’কে খুঁজবে
- ফরমান চলছে- এই বিষয়টি নিয়ে না ভেবে বন্ধুদের সাথে খেলবে