সকলের মধ্যেই সত্যের স্ফুলিঙ্গটি বর্তমান। সত্যের এই স্ফুলিঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না।ঐ অগ্নিশিখাটিই ঈশ্বর কারণ তিনি হলেন সকল সত্যের উৎস। যে মানুষ আসল জিনিসটা খোঁজ করে চলেছে তিনি নিরন্তর সত্যানুসন্ধানী।
সত্য গুণাতীত, কালাতীত, স্থানাতীত; সত্যকে কখনো পরিবর্তিত করা যায়না। অপ্রভাবিত, অপরিবর্তনশীল হয়ে সত্য চিরদিন একই থাকে। কোন বাহ্য উপাদান সত্যকে কোনদিন মিথ্যা প্রমাণিত করতে পারে না। কথা বলার সময় অপ্রীতিকর সত্য বা প্রীতিকর মিথ্যা উভয়কেই পরিহার করে চলতে হবে। এই অনুচ্ছেদের তালিকাভুক্ত গল্প “সত্যই ঈশ্বর” ছাত্রদের উপযোগী করে একটি মনোগ্রাহী শ্রেণী কক্ষের সহজ ঘটনার বর্ণনা দিয়ে বোঝানো হচ্ছে কিভাবে সত্যের প্রতি নিষ্ঠা মানুষকে ভালো ও বড় করে তুলতে পারে।