গোনা শুরু হল
উদ্দেশ্য:
খেলাটির নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই খেলাটি অনেকে মিলে খেলতে হবে। ছাত্র ছাত্রীদের বালবিকাশ ক্লাসে যা পড়ানো হয়েছে সেগুলি পিছনদিকে থেকে পরপর মনে রাখতে হবে। এই কাজে মনোযোগ দেওয়ার ফলে বাচ্ছাদের থতমত খাওয়া বা চুপ করে থাকার অভ্যাস দূর হবে। এর ফলে তাদের স্মৃতিশক্তি এবং শ্রবণ ক্ষমতা দুটিই বৃদ্ধি পাবে।
সম্পর্কিত মূল্যবোধগুলি:
- স্মৃতি
- একাগ্রতা
- সতর্কতা
- আত্মবিশ্বাস
- সমস্যার সমাধান করার ক্ষমতা
প্রস্তুতি:
গুরু একটি কাগজে নিম্নলিখিত ধারণার নাম গুলি পরপর লিখবেন।
- ৪টি পুরুষার্থ
- ৪টি বেদ
- ৪টি যুগ
- পঞ্চপান্ডব
- পঞ্চ প্রাণ
- পঞ্চকোষ
- ষড়রিপু
- দশাবতার ইত্যাদি
কিভাবে খেলতে হবে
- গুরু বাচ্চাদের জোড়ায় জোড়ায় বসাবেন।
- তিনি একটি উদাহরণের সাহায্যে খেলাটি কী ভাবে খেলতে হবে তা বুঝিয়ে দেবেন।
- তিনি প্রথম জোড়াকে সামনে আসতে বলবেন। তিনি তাদের একজনের হাতে একটি চিরকুট দেবেন যাতে লেখা থাকবে -৪ টি পুরুষার্থ।
- বাচ্চাটি বলবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
- তার দোসর এবার উল্টোদিক থেকে নামগুলি বলবে– মোক্ষ, কাম, অর্থ, ধর্ম।
- যদি সে ঠিক উত্তর দেয় তাহলে এই জুটি নম্বর পাবে।
- না পারলে আরেকটি জুটি সুযোগ পাবে।
- এই ভাবে বাকি বাচ্চাদের নিয়ে খেলাটি চলবে।
বৈচিত্র্য:
গ্রুপ ১ এর জন্যে তিনটি এই ধরণের বিষয় নেয়া যেতে পারে, যেমন ত্রিমূর্তি, ত্রিগুণ ইত্যাদি।
গুরুদের জন্য:
এই খেলাটি যদি বালবিকাশ ক্লাসে মাঝে মাঝেই খেলানো হয় ,তাহলে ছেলেমেয়েরা সহজে এবং মজার মধ্য দিয়ে বিষয়গুলি মনে রাখতে পারবে।