প্রকৃত ভক্ত
মক্কা শহরে এক মসজিদে আবদুল্লা বলে একটি লোক ঘুমোচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেল। শুনতে পেলেন দু’জন দেবদূত কথা বলছেন। একজন দেবদূত অপরজনকে বলছেন, “সিকন্দর শহরে মেহবুব বলে যে লোকটি রয়েছে, যদিও সে কোনদিন মক্কা আসেনি, তবুও আল্লা যাদের নাম করবেন তাদের মধ্যে সবার ওপরে মেহবুবের নাম থাকা উচিত।’
আবদুল্লা এ কথাটা শুনে মনে খুব কৌতুহল হল। তিনি সিকন্দর শহরে গেলেন। খুঁজে খুঁজে এই মেহবুবকে বার করলেন। দেখলেন, এ একজন মুচী, জুতো সারায়। খুব সামান্যই তার রোজগার এবং সে যা রোজগার করে তাতে তার নিজেরই পেট ভরে না। আবদুল্লার অবাক লাগল, “এ কি করে দেবদূতের তালিকায় এত ওপরে স্থান পেল!” তখন সে একটি দারুণ ঘটনার কথা শুনতে পেলো। এই মেহবুব অনেক কষ্টে প্রায় না খেয়ে কিছু টাকা পয়সা জমিয়েছিল। সেই টাকায় সে একদিন অনেক খাবার দাবার কিনল এবং তৈরী করে স্ত্রীকে এটি উপহার দেবে বলে নিয়ে চলল। স্ত্রীকে সে চমক দেবে। বেচারী এই ভাল খাবার তৈরী করবার জন্য অনেকদিন অনেক ত্যাগ স্বীকার করেছে। যেতে যেতে সে দেখল এক বৃদ্ধ ভিখারী, না খেতে পেয়ে সে প্রায় মৃতপ্রায়, সে অসহায় কাতরভাবে রাস্তার ধারে পড়ে রয়েছে। তখন মেহবুবের আর বাড়ী যাওয়া হল না।
সে তার এতদিনের কষ্টের জমানো টাকায় কেনা খাবার যা সে পরম ভালবাসা দিয়ে স্ত্রীর জন্য তৈরী করেছিল, তা সে পথের ধারে পড়ে থাকা ভিখারীটিকে পরম যত্ন করে খাওয়াতে লাগল। সেই খাবার পেয়ে সেই ক্ষুধার্ত ভিখারীর মুখে যে কৃতজ্ঞতা, যে আনন্দ ফুটে উঠতে লাগল, তাতে মেহবুবের মনে হল সত্যিই তার জীবন আজ সার্থক হল। এই যে সে অন্যের জন্য এত বড় ত্যাগ স্বীকার করল, আনন্দে নিজে আনন্দ পেল এরজন্যই আল্লার তালিকায় সে উঁচু স্থান পেল। এইটিই ভগবানের প্রকৃত সেবা।
প্রশ্নঃ
- আবদুল্লা মসজিদে শুয়ে শুয়ে কি শুনতে পেলেন?
- সিকন্দরের মেহবুবের সম্বন্ধে সে কি জানতে পারলো?
- মেহবুব তার কোন কাজের জন্য আল্লার তালিকায় উঁচু স্থান পেল?