পারিপার্শ্বিক
শিরোনাম ঃ- ভালবাসা হল মনের প্রসারতা। স্থান ঃ শিশু উদ্যান। চরিত্র ঃ অনিল, সুনীল, ভিকি । সহ মূল্যবোধ ঃ যত্নশীল, সঞ্চয়ের অভ্যাস, অপরের প্রতি চিন্তা, সামাজিক দায়বদ্ধতা আর আধ্যবসায়।
দৃশ্য ঃ সুনীল ঃ আজ আমরা ফুটবল খেলায় খূব আনন্দ করলাম। ভীকী ঃ হ্যাঁ। তোমার নতুন ফুটবলটা কী সুন্দর! সুনীল ঃ এটা আমার জন্মদিনের উপহার। দেখ, আমি এটা ওপরে ছুঁড়ব আড় লুফে নেব (ও ছোঁড়ে, কিন্তু লুফতে পারে না)। অনিল ঃ ও! তোমার নতুন বলটা ওখানে কলের তলায় জমা জলের ডোবায় পড়েছে। সুনীল ঃ হে ভগবান! অনিল ঃ চলো ওখানে গিয়ে নিয়ে আসি (সুনীল জলের ডোবা থেকে বলটি তুলে আনে)। সুনীল ঃ চলো যাওয়া যাক। অনিল ঃ হ্যাঁ … দেখ! কলটা খোলা। তুমি ওটা বন্ধ করনি। সুনীল ঃ হ্যাঁ…আমি জানি, কিন্তু দেরী হয়ে যাচ্ছে। চলো বাড়ি যাই। অনিল ঃ কিন্তু কলটার কী হবে? ভীকী ঃ মালী কাকুর দেখা উচিৎ। ওটা ওর কাজ। অনিল ঃ দাঁড়াও …আমি কলটা বন্ধ করে দিয়ে আসি। ভীকী ঃ এটা আমাদের কাজ ণোয়, অনিল। কত মানুষ ই তো আশেপাশে আছে। ওদেরও তো ভ্রূক্ষেপ নেই। অনিল ঃ আমরা কেন ওদের মত হব? দেখ কত জল অপচয় হচ্ছে। তাছাড়া কেউ পিছলে পড়ে গিয়ে, আঘাত পেতে পারে। সুনীল ঃ তুমি ঠিক বলছ অনিল! দাঁড়াও আমি যাচ্ছি, কলটা বন্ধ ক’রে আসছি। (যায় ও কলটা বন্ধ করে দেয়)। অনিল ঃ খূব ভাল সুনীল! আমাদের সর্বদা আশেপাশের জিনিসের প্রতি যত্নশীল হতে হবে আর দেখতে হবে কোন কিছুর যেন অপচয় না হয়। অন্যের জন্য অপেক্ষা করো না, অথবা অন্যরা করছে না বলে করব না– এমনটি করব না। সকলের কথা ভাবতে হবে।