বিদ্যালয় (1)
শিরোনাম ঃ সততাই সেরা নীতি। স্থান ঃ স্কুলের খেলার মাঠ– টিফিনের সময়। চরিত্র ঃ বীণা, মিনা, মিনি। সহ মূল্যবোধ ঃ সততা, লোভ জয় করা, পাপ ভীতি, সঙ্ঘ নীতি, সত্যিকারের বন্ধুত্ব, ভগবান ও গুরুর প্রতি ভালবাসা, শিক্ষকের ওপর বিশ্বাস, বিচারবুদ্ধি, সঠিক আচরণ, আত্ম তুষ্টি, সিদ্ধান্ত নিতে শেখা।
(তিনটি মেয়ে টিফিন খাওয়ার পর গাছের তলায় বসে আছে) বীণা ঃ উঃ! আমরা আজ কি ভাগ্যবতি! মিনা ও মিনি ঃ কিন্তু কেন? বীণা ঃ দেখ! এখানে এক্তা ৫০ টাকা পড়ে আছে। মিনি ঃ চলো, আমার খুব তেষ্টা পেয়েছে। ক্যান্টিনে গিয়ে ঠাণ্ডা পানীয় খাই। বীণা ঃ ভাল বলেছ! বেল বাজার আগে ক্যান্টিনে যাই। আমি কোণ আইস্ক্রিম খেতে চাই। মিনি ঃ আর, আমার জন্য একটা চোকবার। উফ! আমার এই কথা শুনেই জিবে জল আসছে!! (উঠে পরে)। মিনা ঃ (বীণার হাত থেকে টাকাটা কেড়ে নেয়ত) এটা করা ঠিক নয়। তোমরা এত তাড়াতাড়ি আমাদের ইংরেজি দিদিমনির শেখান সৎ কাঠুরিয়ার গল্প ভুলে গেলে। বীণা ঃ তাতে কি! ওটা তো শুধু গল্প! মিনা ঃ তোমাদের মনে নেই আমাদের বাল বিকাশ গুরু বলেছিলেন আমরা অসৎ হলে স্বামী অখুশি হবেন! (দুজনেই মাথা নাড়ে) এটা আমাদের নয়। বীণা ঃ এটা কার আমরা জানি না; তাহলে কি তুমি চাও আমরা এটা যেখানে ছিল সেখানে রেখে দি? মিনি ঃ কিন্তু আমরা না হলেও অন্য কেউ ওটা নিয়ে যাবে। মিনা ঃ সত্যি! চলো ক্লাসে যাওয়ার আগে এটা আমাদের ক্লাসের দিদিমনির হাতে জমা দিয়ে দি। দুজনেই ঃ হ্যাঁ! হ্যাঁ! উনি যথার্থ পদক্ষেপ নেবেন। (মিনার হাত ধরে) মিনা তমাকে অশেষ ধন্যবাদ। তুমি স্বামি অখুশি হবেন এমন অসৎ কাজ করা থেকে আমাদের আটকালে। মিনা ঃ (হাসি মুখে) আমি কি তোমাদের বন্ধু নই! (ঘণ্টা বাজে। ওরা সবাই ক্লাসে দিদিমনির হাতে টাকাটা জমা দেয়)।