“কোন অরণ্যে যখন হাতী চলে, সে অন্য পশুদের জন্য জঙ্গলের পথ পরিষ্কার করে রাখে, যাতে তারা সেই পথ অনুসরণ করতে পারে।ঠিক তেমনই, গণেশের স্তব করলে আমাদের সকল কর্মের পথ পরিষ্কার হয়। হাতীর পা এত বড় হয় যে, সে যখন চলে, তখন তার পায়ের ছাপ অন্য সব পশুদের পায়ের ছাপ মুছে দেয়।এখানে একটি প্রতীকের সাহায্যে বলা হচ্ছে যে গণেশকে প্রথমেই পূজা করলে, পথের সব বিঘ্ন দূর হয়ে যায়।গণেশের কৃপায় জীবনের চলার পথ মসৃণ ও সুখময় হয়ে ওঠে।” – বাবা।
ভগবান গণেশ আমাদের জীবনের সকল বাধা ও দুঃখ দূর করেন। আসুন এই গণেশের ভজনগুলি গেয়ে আমরা সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি!
আসুন এই গণেশের ভজনগুলি গেয়ে তাঁর আশীর্বাদ ও কৃপা চেয়ে নেওয়া যাক।