- কৃষ্ণ রামা গোবিন্দা নারায়ণ
- মাধবা কেশবা হরি নারায়ণা
- কৃষ্ণ রামা গোবিন্দা নারায়ণা
- শ্রী বেণুগোপাল কৃষ্ণ
- মাধবা মধুসূদনা নারায়ণা।।
কৃষ্ণ রামা গোবিন্দ নারায়ণ
কথা
অর্থ
নরের হৃদয়ে যিনি বাস করেন, তিনিই নারায়ণ।তিনিই রাম, তিনিই সেই গোবিন্দ, যাঁর হাতে বাঁশী থাকে; তিনি মধু নামক অসুরের বিনাশকারী।
ব্যাখ্যা
কৃষ্ণ রামা গোবিন্দা নারায়ণা | আমরা কৃষ্ণ, রাম, গোবিন্দ এবং নারায়ণের নাম জপ করি। তিনি সকলকে আকর্ষণ করেন এবং তিনি সর্বব্যাপী। তিনি আমাদের রক্ষা করেন ও আমাদের প্রবৃত্তিগুলিকে দমন করেন। |
---|---|
মাধবা কেশবা হরি নারায়ণা | মাধব, কেশব, হরি এবং নারায়ণ নামে আমরা প্রভুর গুণকীর্তন করি। তিনি প্রকৃতির অধীশ্বর। গুচ্ছ, গুচ্ছ কালো চুল তাঁকে মনমোহন করে তোলে। তিনিই আমাদের আধ্যাত্মিক পথের সকল বিঘ্ন নাশ করেন। |
কৃষ্ণ রামা গোবিন্দা নারায়ণা | আমরা কৃষ্ণ, রাম, গোবিন্দ এবং নারায়ণের নাম জপ করি। তিনি সকলকে আকর্ষণ করেন এবং তিনি সর্বব্যাপী।তিনি আমাদের রক্ষা করেন ও আমাদের প্রবৃত্তিগুলিকে দমন করেন। |
শ্রী বেণুগোপাল কৃষ্ণা | যিনি বাঁশী বাজান, সেই প্রভুর চরণে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম করি। আমরা তাঁর কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি যে আমরা যেন অহংকার দূর করে ফাঁপা হতে পারি, যাতে তিনি তাঁর প্রিয় যন্ত্র বাঁশীর মতন করে আমাদের ব্যবহার করতে পারেন। |
মাধবা মধুসূদনা নারায়ণা | মাধব, মধুসূদন এবং নারায়ণ বলে আমরা তাঁর জয়গান করি। তিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন; তিনি সর্বব্যাপী,প্রকৃতির অধীশ্বর; তিনি আমাদের মন থেকে ইন্দ্রিয় সুখভোগের আকর্ষণকে নাশ করেন। |
রাগ: বাগেশ্রী
শ্রুতি: C# (পঞ্চম)
তাল: কাহারবা বা আদিতাল, মাত্রা–৮
ভারতীয় স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_11/01NOV13/bhajan-tutor-Krishna-Rama-Govinda-Narayana.htm