- পান্নগ শয়না কলি অবতারা
- নারায়ণ হরি ওম
- পরম নিরঞ্জনা নীরজ নয়না
- সাইশ্বরায় হরি ওম
- বুদ্ধি প্রদায়ক পাপ বিনাশক
- সত্য সনাতন তুম হো
- দীননাথা হে প্রভু পরমেশ্বর
- করুণা সাগর তুম হো।।
পান্নাগা শয়না
কথা
অর্থ
নারায়ণ, নাগ বা সাপের ওপর শয়ন করেন। হে প্রভুরও প্রভু!তুমিই কলিযুগের অবতার। আমরা সেই পরম প্রভুর পদ্মের মতন লোচনের পূজা করি! হে প্রভু সাই তুমি বিশুদ্ধতার মূর্ত বিগ্রহ! তুমিই মুক্তি প্রদান কারী জ্ঞান দান কর ও পাপ বিনাশ কর।তুমিই সেই সনাতন সত্য। তুমিই দীনজনকে রক্ষা কর এবং তুমিই অনাথের নাথ। তুমি করুণার সাগর।
ব্যাখ্যা
পান্নগ শয়না কলি অবতারা | হে প্রভু !দিব্য নাগ আদিশেষার ওপর তুমি বিশ্রামরত, এইভাবেই তুমি পূজিত হও। তুমিই আমাদের ইন্দ্রিয় গুলির প্রভু। বর্তমান যুগে মানব জাতির উদ্ধারের জন্য, তুমি মানুষের রূপ গ্রহণ করে অবতীর্ণ হও। |
---|---|
নারায়ণ হরি ওম | হে প্রভু! তুমিই সেই এক, যিনি অবিনশ্বর ও সনাতন, যিনি আমাদের আধ্যাত্মিক পথ থেকে সকল বাধা অপসারিত করেন। |
পরম নিরঞ্জন নীরজ নয়না | হে প্রভু! তুমিই সেই পরমেশ্বর যিনি সম্পূর্ণ কলুষমুক্ত, তুমিই সেই পদ্ম পলাশ লোচন হরি যিনি সদানন্দময়। |
সাইশ্বরায় হরি ওম | হে প্রভু সাই! তুমি অবশ্যই সেই সর্বব্যাপী ব্রহ্ম, যিনি ‘ওম’ এই আদি শব্দের মূর্ত বিগ্রহ। |
বুদ্ধি প্রদায়ক পাপ বিনাশক | হে প্রভু! একমাত্র তুমিই আমাদের উন্নত বুদ্ধি দান করতে পার এবং আমাদের পাপ সমূহ নাশ করতে পার। |
সত্য সনাতন তুম হো | হে প্রভু সত্য সাই! তুমিই সেই কালাতীত সত্যের মূর্ত বিগ্রহ। |
দীননাথ হে প্রভু পরমেশ্বর | হে পুরুষোত্তম আমরা তোমাকেই আহ্বান করি; তুমিই সকল বিপন্ন ও অত্যাচারিতের প্রভু। |
করুণা সাগর তুম হো | হে প্রভু! তুমি যথার্থই অপার করুণার সাগর। |
রাগ: মূলতঃ কিরাবনী রাগ নির্ভর
শ্রুতি: F(পঞ্চম)
তাল: কাহারবা বা আদিতাল–৮ মাত্রা।
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01JUL14/Pannaga-Shayana-Kali-Avatara-radiosai-bhajan-tutor.htm