অনন্যাশ্চিন্তয়ন্তো
অডিও
কথা
- অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
- তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহ্যম্।। (৯/১২)
অর্থ
অনন্য চিত্ত হয়ে যে সকল ভক্ত শুধু আমার চিন্তা করতে করতে আমার উপাসনা করে, আমাতে নিত্যযুক্ত সেইসব ভক্তদের কল্যাণের দায়িত্ব আমি বহন করে থাকি।
ব্যাখ্যা
অনন্যাশ্চিন্তয়ন্তো= অনন্যাঃ+চিন্তয়ন্তঃ | অনন্য চিত্তে,একমুখী হয়ে, চিন্তা করতে করতে |
---|---|
মাং | আমাকে |
যে | যারা |
জনাঃ | লোকেরা |
পর্যুপাসতে=পরি+উপাসতে | একাগ্র চিত্তে উপাসনা করেন |
যোগক্ষেমং=যোগ+ক্ষেমং যোগ | প্রয়োজনীয় অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি |
তেষাং | সেই |
নিত্যাভিযুক্তানাং=নিত্য+অভিযুক্তানাং | সর্বদা চিন্তার ভিতর দিয়ে আমার সঙ্গে যুক্ত |
ক্ষেমং | প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ |
বহামহ্যম্=বহামি+অহম্ বহামি |
বহন করি |
অহম্ | আমি |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
বিশদ পাঠ
-
সম্পর্কিত গল্প