ওঁকারম বিন্দু
অডিও
কথা
- ওঙ্কারম বিন্দু সংযুক্তম
- নিত্যম ধ্যায়ন্তি যোগিনঃ
- কামদম্ মোক্ষদম্ চৈব
- ওমকারায় নমো নমঃ
অর্থ
সাধকেরা সর্বদা বিন্দু সহ ওঙ্কারের ধ্যান করেন। আমরা সেই শাশ্বত ওঙ্কারের সামনে প্রণত হই, যা আমাদের কামনা পূরণ করে এবংআমাদের মোক্ষ (মুক্তি) প্রদান করে। (বিন্দু সহ লিখিত ওঙ্কারের তাৎপর্য এই যে, ওঙ্কার যার থেকে আমরা এসেছি, তার বিন্দুগুলি হলাম আমরা। ওম সেই শব্দ যা ব্রহ্মের প্রতীক । বিন্দু জীবস্থিত জীবাত্মার রূপ, যা নিরাকার অউম রূপ সর্বব্যাপী পরমাত্মার সঙ্গে যুক্ত হয়। যোগীরা এই চিরন্তন সম্বন্ধের ওপরেই ধ্যান করেন।)
ভিডিও
ব্যাখ্যা
ওঁকারম বিন্দু সংযুক্তম | ওম যা চন্দ্র ও বিন্দুর সহিত লিখিত হয় |
---|---|
নিত্যম | প্রত্যহ |
ধ্যায়ন্তি | ধ্যান করেন |
যোগিনঃ | সাধু ও যোগীরা। যিনি সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখেন, তিনিই যোগী। |
কাম | কামনা |
দম | দেন বা পূর্ণ করেন |
মোক্ষদম | মায়ার বিনাশ বা মোহের অপসারণ |
চৈব | এবং |
ওমকারায় নমো নমঃ | সেই’ ওম’ কে আমি নমস্কার করি |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 4