ঈদ-উল-ফিতর
রমজান মাসের শেষে, যেদিন নতুন চাঁদ দেখা যায়, তার পরের দিন ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়।
ঈদ, অর্থ আনন্দ; ফিতর অর্থ দান। সুতরাং ঈদ-উল-ফিতর অর্থ দানের মাধ্যমে আনন্দ আহরণ করা।.এই উৎসবের সময় শুধুমাত্র ঈশ্বরকে নয়,দীন দরিদ্রকেও স্মরণ করা হয়। সমগ্র সমাজকে সুখী করতে পারলে নিজে সুখী হওয়া যায়—ঈদ উৎসব এই সত্যকেই প্রচার করে।