হরির্দাতা
অডিও
কথা
- হরির্দাতা হরির্ভোক্তা
- হরিরন্নং প্রজাপতিঃ।
- হরির্বিপ্রশরীরস্তু
- ভুংক্তে ভোজয়তে হরিঃ
অর্থ
হে হরি, তুমিই অন্নদাতা, তুমিই অন্নের ভোক্তা, তুমিই অন্ন, তুমিই জীবের ধারক ও পালনকর্তা। তুমিই “বিপ্র” ও শরীর; তাই তুমিই ভোজন কর ও ভোজন করাও। বিপ্র বলা হয় তাকে- তার মন দিব্য উপলব্ধি ও জ্ঞানের উজ্জ্বলতায় আলোকিত হয়ে আছে। হরিই হলেন সবকিছু। তিনিই অন্ন দিয়ে থাকেন, আবার তিনিই অন্ন গ্রহণ করে থাকেন। আবার তিনি নিজেই হলেন সেই অন্ন।তিনি জীবনকে পালন করেন, রক্ষা করেন। তিনিই এই শরীর তাই তুমি ভোজন কর এবং ভোজন করাও। হরিরন্নং- হরিঃ+ অন্নং
ভিডিও
ব্যাখ্যা
হরির্দাতা | হরিই হলেন অন্নদাতা |
---|---|
হরির্ভোক্তা | হরিই অন্নের ভোক্তা অর্থাৎ ভোজনকারী |
হরিরন্নং প্রজাপতিঃ | হরি স্বয়ং হলেন অন্ন শব্দের অর্থ যিনি সকল প্রাণীর পালনকর্তা বা প্রভু। |
হরির্বিপ্র শরীরস্তু | হরি স্বয়ং প্রাণীদেহে অবস্থান করেন। |
ভুংক্তে ভোজয়তে হরি | হরি নিজেই ভোজন করেন ও ভোজন করান। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
কার্যক্রম
-
বিশদ পাঠ