পূর্বং রাম
অডিও
কথা
- পূর্বং রাম তপো বনাদি গমনং
- হত্বা মৃগ কাঞ্চনম্
- বৈদেহী হরণং জটায়ু মরনং
- সুগ্রীব সম্ভাষণম্।
- বালী নির্দলনং সমুদ্র তরণং
- লঙ্কাপুরী দাহনং।
- পশ্চাদ্রাবন কুম্ভকর্ণ হননং
- এতদ হি রামায়ণম্।
অর্থ
পিতৃসত্য পালনার্থে শ্রীরামচন্দ্রের তপোবনে গমন। সেখানে স্বর্ণমৃগের পশ্চাদ্ধাবন ও হত্যা, ইত্যবসরে রাবণ কর্তৃক সীতাহরণ। সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে জটায়ুর মৃত্যুবরণ। শ্রীরামচন্দ্রের সুগ্রীবের সঙ্গে সখ্যতা স্থাপন ও বালীর নিধন, সমুদ্র লঙ্ঘন, হনুমানের লঙ্কাপুরী দাহন-যুদ্ধে রাবণ, কুম্ভকর্ণাদির মৃত্যু-পরিশেষে সীতা উদ্ধার। ইহাই সংক্ষিপ্ত রামায়ণ।
ভিডিও
ব্যাখ্যা
পূর্বং | বহুকাল আগে |
---|---|
তপোবনাদি | মুনি ঋষিদের বাসস্থান |
গমনং | গিয়েছিলেন |
হত্বা | হত্যা করেছিলেন |
মৃগং | পশু |
কাঞ্চনম্ | সোনা |
বৈদেহী | বিদেহ প্রদেশের রাজকন্যা, সীতা |
হরণং | হরণ করা |
জটায়ু | এক পাখি যে রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার চেষ্টা করেছিল |
মরনং | মারা যাওয়া |
সুগ্রীব সম্ভাষণম্ | সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করা |
বালী নির্দলনং | বালীকে বধ করা |
সমুদ্র | সাগর |
তরণং | পার হওয়া |
লঙ্কাপুরী দাহনং | লঙ্কাদহন |
পশ্চাৎ | কিছুকাল পর |
রাবণ কুম্ভকর্ণ হননং | রাবণ ও কুম্ভকর্ণের হত্যা |
এতৎ | এটি |
হি | একমাত্র |
রামায়ণম্ | প্রভু শ্রী রামচন্দ্রের জীবনকথা |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
বিশদ পাঠ