শিব শম্ভো ভজন
অডিও
ভজনের কথা
- শিব শম্ভো হর হর শম্ভো
- ভবনাশা কৈলাস নিবাসা
- পার্বতী পতে হরে পশুপতে
- গঙ্গাধরা শিব গৌরীপতে
অর্থ
এটি শিবের বন্দনা গান। তিনি হলেন হর এবং শম্ভো। পার্থিব সমস্ত বন্ধন তিনি বিনাশ করেন, কৈলাস পর্বতে তাঁর বাস, পার্বতীর পতি, সমস্ত জীবের তিনি প্রভু। গঙ্গাকে তিনি তাঁর জটাধর কেশে ধারণ করে আছেন এবং তিনি হলেন মাতা গৌরীর পতি।
ভিডিও
ব্যাখ্যা
শিব | মঙ্গলময় |
---|---|
শম্ভো | যিনি শান্তি ও আনন্দ প্রদান করেন |
হর | শিবের আর একটি নাম; যার অর্থ “যিনি হরণ করেন” বা বিনাশ করেন |
ভবনাশা | ভবের বন্ধন বিনাশকারী |
কৈলাসনিবাসা | কৈলাস পর্বতে যিনি বাস করেন |
পার্বতী পতে | পার্বতীর প্রভু বা পতি |
পশুপতে | সমস্ত জীবের যিনি প্রভু |
গঙ্গাধরা | গঙ্গাকে যিনি ধারণ করে আছেন |
গৌরীপতে | মাতা গৌরীর পতি বা প্রভু |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
আরও পড়া