যা কুন্দেন্দু
অডিও
কথা
- যা কুন্দেন্দু তুষারহার ধবলা
- যা শুভ্রাবস্ত্রাবৃতা
- যা বীণাবরদণ্ডমণ্ডিত করা
- যা শ্বেত পদ্মাসনা
- যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভিদৈর্বৈঃ
- সদা বন্দিতা
- সা মাম পাতু সরস্বতী ভগবতী
- নিঃশেষ জাড্যাপহা
অর্থ
সকল অজ্ঞানতার বিনাশকারিণী শক্তি দেবী সরস্বতী আমাদের রক্ষা করুন । যিনি কুন্দফুল, চাঁদ, বরফের মত শ্বেতবর্ণা, মুক্তাহার ও শ্বেতবস্ত্র পরিহিতা, যিনি শ্বেতপদ্মে অধিষ্ঠিতা ও বীণাবাদিনী, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সহ দেবগণ সর্বদা যাঁর স্তবপাঠ করেন, সকল জ্ঞানের অধিষ্ঠাত্রী সেই দেবীর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করেন।
ভিডিও
ব্যাখ্যা
যা | যিনি |
---|---|
কুন্দ | জুঁই জাতীয় সুগন্ধি ফুল |
ইন্দু | চন্দ্র বা চাঁদ |
তুষার | শিশিরবিন্দু, নির্মল |
হার | মালা বা গলার হার |
ধবলা | সাদা, বিশুদ্ধ |
শুভ্র | সাদা, উজ্জ্বল |
বস্ত্র | কাপড়, পরিধেয় |
আবৃতা | আবৃত বা বেষ্টিত |
বীণা | বাদ্যযন্ত্র |
বর | সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ |
দণ্ড | বীণার অগ্রভাগ |
মণ্ডিত | সজ্জিত |
কর | হস্ত বা হাত |
শ্বেত | সাদা |
পদ্ম | পদ্মফুল |
আসনা | বসার স্থান |
ব্রহ্মা | সৃষ্টি কর্তা ব্রহ্মা |
অচ্যুত | যাঁকে কখনো পরাজিত করা যায় না ( ভগবান বিষ্ণু ) |
শঙ্করা | যিনি মঙ্গলাশিস দান করেন ( ভগবান শিব ) |
প্রভৃতিভিদৈর্বৈঃ | ত্রিদেব দ্বারা প্রাপ্ত জ্ঞান ও জ্যোতি |
সদা বন্দিতা | সর্বদা পূজিতা |
পাতু | আমাকে রক্ষা করুন |
সরস্বতী | জ্ঞানের দেবী |
ভগবতী | দেবী |
নিঃশেষ জাড্যাপহা | মন থেকে অজ্ঞানতার অন্ধকার চিরতরে দূর করেন |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
বিশদ পাঠ