আস্তে চালাও, সুরক্ষিত পৌঁছোও
লক্ষ্য:
পেনসিল আর কয়েনের খেলাটি বেশ মজার যা প্রচুর শিক্ষনীয় অভিজ্ঞতার সুযোগ দেয় – ভারসাম্য, মাধ্যাকর্ষণ, সামঞ্জস্য আর স্থান সম্পর্কিত কল্পনা প্রসঙ্গে।
প্রাসঙ্গিক মূল্যবোধ:
- মনোসংযোগ
- ধৈর্য
- অবিচলিত থাকা
- সঙ্কল্প
- Perseverance
- সমস্যা সমাধান
- Self-satisfaction
- Sense of accomplishment
প্রয়োজনীয় সামগ্রী:
- দশটি এক টাকার কয়েন একই মাপের।
- একদিকে ভোঁতা পেনসিল।
- একটি বড় আলুর অর্ধেক।
- ট্রে।
- স্টপ ওয়াচ।
কিভাবে খেলবে
- গুরু বাচ্চাদের খেলাটি বোঝাবেন।
- প্রত্যেকটি বাচ্চা নিজ নিজ ট্রেতে অর্ধেক আলু রাখবে।
- প্রত্যেকটি বাচ্চা আলুর ভেতর পেনসিলের ছুঁচলো দিকটা ঢোকাবে (যা পেনসিল দানীর কাজ দেবে)।
- দশটা কয়েন একটার ওপরে একটা পেনসিলের ভোঁতা দিকের ওপরে বসাতে হবে।
- এটা করার সময় কয়েন যদি পড়ে যায় তাও বাচ্চাদের সুযোগ দিতে হবে প্রচেষ্টা চালাবার।
- গুরু সবাইকে এক সাথে চ্যালেঞ্জটা শুরু করতে বলবেন।
- যে নির্ধারিত সময়ের মধ্যে দশটি কয়েন বসানো শেষ করতে পারবে সে বিজয়ী ঘোষিত হবে।
গুরুর জন্য পরামর্শ:
- কচ্ছপ ও খরগোশের গল্প।
- রবার্ট ব্রুস আর মাকড়সার গল্প এবং অন্যান্য প্রাসঙ্গিক গল্প।
প্রাসঙ্গিক উক্তি বা প্রবচন:
- তড়িঘড়ি করলেই সব পন্ড (Hurry spoils curry)
- ধীর স্থির এবং অবিচল থাকলে জয় অবশ্যাম্ভাবী (Slow and steady wins the race)
- অধিক ব্যস্ততা অপচয়ের কারণ (Haste makes waste)