মানব পিরামিড
লক্ষ্য:
এটি একটি চিত্তাকর্ষক দল গঠন করার খেলা যাতে বাচ্চাদের অভিনব কাজ করার ক্ষমতা এবং প্রত্যুৎপন্নমতিত্ব প্রকাশ পায়।
প্রাসঙ্গিক মূল্যবোধ:
- সতর্কতা
- দলের বন্ধন
- উপস্থিত বুদ্ধি
- উদ্যোগী হওয়ার ক্ষমতা
প্রয়োজনীয় সামগ্রী:
Paper, Pencil/Pen
প্রস্তুতি:
শব্দের তালিকা– পিরামিড, ক্রস, ত্রিশূল, তারা, স্বস্তিক, ডমরু, গাছ, চাঁদ, পর্বত, বাঁশি ইত্যাদি।
কেমন করে খেলবে:
- গুরু তালিকা থেকে একটি শব্দ বলবে (যেমন পিরামিড)
- সব বাচ্চারা একসাথে এমন ভাবে নিজেদের গঠিত করবে যেন একটি মানব পিরামিড তৈরী হয়।
- প্রত্যেকটি বাচ্চা এই মানব পিরামিডের অংশ হবে।
- গুরু এক এক করে তালিকা থেকে শব্দ বলতে থাকবেন এবং এইভাবেই খেলাটি চলতে থাকবে।
গুরুদের জন্য পরামর্শ:
প্রত্যেকটি গঠনের পর প্রাসঙ্গিক প্রশ্ন করা।