শ্রী সত্য সাই অষ্টোত্তরম্
লক্ষ্য:
এই কার্যক্রম বাচ্চাদের একটি বড় সুযোগ করে দেয় মজা করে ক্রমানুসারে সাই অষ্টোত্তরম্ মুখস্থ ও পাঠ করতে।
অন্তর্নিহিত মূল্যবোধ:
- ভক্তি
- স্মৃতি
- সতর্কতা
- দলের বন্ধন
প্রয়োজনীয় সামগ্রী:
একটি বল
গুরুদের প্রস্তুতি:
নেই
কিভাবে খেলবে
- গুরু বাচ্চাদের গোল হয়ে দাঁড়াতে বলবেন আর একজনকে বলটি দেবেন।
- যার হাতে বল থাকবে, সে সাই অষ্টোত্তরমের একটি নাম পাঠ করতে করতে বলটি অন্য বাচ্চাকে ছুঁড়ে।
দেবে। যেমন – ওম শ্রী ভগবান সত্য সাই বাবায় নমঃ। - দ্বিতীয় বাচ্চাটি বলটি ধরবে এবং পরের নামটি পাঠ করবে – ওম শ্রী সাই সত্যস্বরূপায় নমঃ ।
- এই বাচ্চাটি তৃতীয় বাচ্চার দিকে বলটি ছুঁড়ে দেবে আর সে তৃতীয় নাম পাঠ করবে আর এইভাবেই খেলাটি চলবে।
- খেলাটি এই ভাবেই চলবে যতক্ষণ না নির্ধারিত নামের সংখ্যা সঠিক ক্রমে পাঠ করা হচ্ছে। এটি নির্ভর করে সময়ের ওপর।
- যে বাচ্চা নাম পাঠ করতে পারবে না বা ভুল নাম পাঠ করবে তাকে খেলা থেকে বাদ দেওয়া হবে।
গুরুর জন্য পরামর্শ:
- গুরু বুঝতে পারবেন যে এই কার্যক্রম বাচ্চাদের অনুশীলনের একটি কার্যকরী মাধ্যম।
- এই কার্যক্রমটিকে আরো কার্যকরী ও মজাদার করার জন্য বাচ্চাদের আগে থেকেই সেট অনুসারে অষ্টোত্তরমের নাম মুখস্থ করে আসতে বলা যায় (যেমন দশটা নামের একটা সেট)। এটা একটি আদর্শ মূল্যায়ন পদ্ধতি হতে পারে।