ছোট্ট জুরিরা
উদ্দেশ্য:
এটি একটি আদান প্রদান ও শিক্ষামূলক খেলা।
প্রাসঙ্গিক মূল্যবোধ
বিচার বুদ্ধির গুরুত্ব ।
প্রয়োজনীয় সামগ্রী
লাগবে না
গুরুর প্রস্তুতি
কিছু নেই
কি ভাবে খেলবে
- গুরু বাচ্চাদের গোল হয়ে বসতে বলবেন।
- একটি বাচ্চা উঠে মাঝখানে দাঁড়িয়ে কোন একটি খারাপ কাজ করছে অভিনয় করে দেখাবে । (যেমনঃ রাস্তায় থুথু ফেলা অথবা দেওয়ালে লেখা)।
- বাচ্চাটি প্রয়োজনে শব্দের ব্যবহার করতে পারে।
- অন্য বাচ্চাদের এক মিনিট সময় দেওয়া হবে বোঝাবার জন্য কেন বাচ্চাটির ওই কাজটি করা উচিৎ নয়।
নিয়ম / পুরষ্কার
যে বাচ্চাটি সবচেয়ে ভাল উত্তর দেবে , সে মাঝখানে দাঁড়াবে । যদি কোন বাচ্চা ভাল কারণ বলতে না পারে তাহলে প্রথমে মাঝখানে দাঁড়ানো বাচ্চাটি আর একটি সুযোগ পাবে। শিক্ষক / গুরু বিচারকের ভূমিকা নেবেন।