- অনুপম সুন্দর নন্দ কিশোরা
- বৃন্দাবন ঘনশ্যাম
- মুরলী মাধব রাধে গোবিন্দা
- মধুসূদন ঘনশ্যাম, সত্য সাই সুন্দর শ্যাম
- বৃন্দ বিহারী মন্দার গিরিধারী
- কমল নয়ন ভগবান
- ভক্তো কে প্রভু পর্তীশ্বর সাই
- নটবর সুন্দর শ্যাম, সত্য সাই সুন্দর শ্যাম।।
অনুপম সুন্দর
কথা
অর্থ
নন্দের নন্দন, হে কৃষ্ণ! তোমার সৌন্দর্য্য অতুলনীয়! ঘন মেঘের মতন তোমার গায়ের রঙ; বৃন্দাবনে সবাই তোমাকে, রাধে গোবিন্দ, মধুসূদন এবং গিরিধারী বলে বন্দনা করে।হে পদ্মলোচন সত্য সাই! তুমি ভক্তজনের প্রিয় এবং সেই নৃত্যরত শ্যাম রূপে বন্দিত।
ব্যাখ্যা
অনুপম সুন্দর নন্দ কিশোরা | হে নন্দের প্রিয় পুত্র! তোমার সৌন্দর্য্য তুলনাহীন। |
---|---|
বৃন্দাবন ঘনশ্যাম | হে মনোমোহন নীলবরণ শ্যাম! যে বৃন্দাবনে তুমি লীলা করেছ এবং বালকরূপে সকলের মন জয় করেছ, সেই বৃন্দাবনের সকলের তুমি প্রিয়। |
মুরলী মাধব রাধে গোবিন্দ | ভক্তশ্রেষ্ঠা, রাধার প্রিয় হে ভগবান! তোমার মুখ থেকে স্বর্গীয় সঙ্গীত নির্গত হয়েছে। তুমি সত্যিই মায়ার অধীশ্বর, সৃষ্টির প্রভু। |
মধুসূদন ঘনশ্যাম, সত্য সাই সুন্দর শ্যাম | ওগো নীলবরণ সুন্দর ঠাকুর! তুমিই আমাদের অহংকর বিনাশ কর। তুমিই সেই এক ভগবান ,আবার সত্য সাইয়ের মনোহর রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছ। |
বৃন্দ বিহারী মন্দার গিরিধারী | হে সর্বশক্তিমান ঈশ্বর! তুমিই কড়ে আঙুলের সাহায্যে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলে, তুমিই সেই ঈশ্বর যিনি সমগ্র বৃন্দাবনকে মন্ত্রমুগ্ধ করেছিলেন। |
কমল নয়ন ভগবান | হে পরম সুন্দর ঠাকুর! তোমার চক্ষুদুটি পদ্মের মতন। |
ভক্তো কে প্রভু পর্তীশ্বর সাই | হে পরম প্রিয় প্রভু, তুমি সর্বদাই ভক্তদের পাশে থাক। তুমিই পুত্তাপর্তীশ্বর সত্য সাই ! |
নটবর সুন্দর শ্যাম সত্য সাই সুন্দর শ্যাম | হে নীলবরণ আনন্দময় ঠাকুর! তুমিই এই মহাজগতের নৃত্যরত প্রভু; তুমি পরম কৃপাভরে সত্য সাইয়ের লাবণ্যময় রূপ ধারণ করেছ।। |
রাগ: বৃন্দাবনী সারং
শ্রুতি: D# (পঞ্চম)
তাল: কাহারবা বা আদিতাল, ৮ মাত্রা
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01AUG14/Anupama-Sundara-Nanda-Kishora-radiosai-bhajan-tutor.htm